Written by Fatema . . . -- পারবো না........ -- পড়তে হবে... -- পারবো না.... -- কি বললে আরেকবার বলো.... -- পারবো....... না বলার সুযোগ হয় নি তার আগেই হুম ডেভিল তার ওয়াইফ কে কিসি দিয়েছে। খুব টনছিল যে ভেজা ঠোট জোড়া........... সাবিয়ার চোখ চড়কগাছ হয়ে গেছে। ভাবতেই পারেনি যে হঠাৎ এমন ঘটনা ঘটে যাবে। কয়েকবার অনেক ধাক্কাধাক্কি ও করেছে। কিন্তু লাভ হয় নি। এমন বডি বিল্ডারের সাথে কি পারা যায়। আস্ত জলহস্তী। মিনিট খানেক পর এমনিতেই ছেড়ে দিল। -- জান পাখি, বেশি ছটফট করবেনা কেমন। যাও ফাস্ট ফাস্ট এখন থেকে বের হয়ে আসো, নয়তো ঠান্ডা লেগে যাবে। -- ( হুহহ আদিখ্যেতা গণ্ডার একটা। এমনভাবে কেও ইয়ে করে। ডেভিল, বান্দর, হনুমান, জলহস্তী, গণ্ডার সুই সুতা দিয়ে একেবারে তোর ঠোট দুইটা যদি সেলাই করে দিতে পারতাম তাহলে উচিৎ শিক্ষা হতো ) -- শোনো, মনে মনে আমাকে গালাগাল না দিয়ে ফাস্ট কাজ করো। আমি গেলাম। এই বলে আরিয়ান বাথরুম থেকে বের হয়ে গেলো। সাবিয়ার শরীরে কাঁপন ধরে গেছে ঠান্ডায়। তাড়াতাড়ি করে বাথরুম থেকে বের হলো। -- উফফ এত ঠাণ্ডা ক্যারে। সব এই ডেভিল টার জ...
Assalamualaikum, welcome to galpokotha. Love story and more! For you!