সপ্তম পর্বের পর থেকে..... অবশেষে সেই সন্ধ্যে এসে উপস্থিত।অফিস থেকে ফেরার পথে অরুনাভো উশমিলকে নিয়ে বাড়ি ঢুকবে।আজ একটু আগেই সে অফিস থেকে বেরেয়িছে।বিকেল চারটে নাগাদ কারণ উশমিলকে ফিরতেও তো হবে তাড়াতাড়ি।সেই ভেবেই অরুনাভো টাইমটা এগিয়েছে।উশমিলের ইউনিভার্সিটির সামনে যেতেই দেখল উশমিল বেশ আজ সেজেগুজেই এসেছে।সারাটা রাস্তা অরুনাভো ভীষণ ভয় হতে লাখল বিনা কারণে।আর উশমিল নিজের সারাদিনের কথা বলতে থাকল।বাড়ির গেট খুলে উশমিলকে নিয়ে ভীতরে ঢুকতেই উশমিল বলল, "বাহ্!বেশ সুন্দর তোমাদের বাড়ি।বেশ একটা আলাদা ব্যাপার আছে।" উশমিলকে খুবই খুশি দেখাচ্ছিল।উশমিল জলদি জলদি উঠোন পেরিয়ে দরজার সামনে গিয়ে কলিংবেল টিপল। কিছুক্ষণের মধ্যেই অনুরাভোর মা দরজা খুললেন আর অরুনাভো আর চিন্তিত হয়ে পড়ল।উশমিলকে দেখে তার মা মুগ্ধ হলেন।এতদিন তার আদরের ছেলেকে এইভাবে ঘোরানোর জন্য তিনি উশমিলের মুখশ্রী বিশ্রী কিংবা খুবই চালাক একজনের মুখশ্রী কল্পনা করে এসেছিলেন।কিন্তু উশমিলের সুন্দর,লাবণ্যপূর্ণ রূপ দেখে তার মনে জমানো উশমিলের প্রতি ভুল ধারণাগুলো এক মুহূর্তে উধাও হয়ে যায়। "এসো ভিতরে এসো।আমরা তোমাদেরই অপেক্ষা করছিলাম।যা ও...
Assalamualaikum, welcome to galpokotha. Love story and more! For you!