Written by Asif দ্বিতীয় পর্বের পরে...... রাত্রে মিনহাজ সামান্য ঝামেলা করলেও সেটা সামলে নেওয়া গেছে। কিন্তু আমি ভাবছি ওই মেয়ের কথা। আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম,"যে ও কে?" উত্তরে আম্মু বলছিল,"তোর ইমদাদ আংকেলের মেয়ে,কিছুদিন এখানে আছে" কিন্তু ভাবার বিষয় যে আমি কোনো ইমদাদ আংকেল কে চিনি না। আর এই মেয়ে এতে সাহসই বা কোথা থেকে পায়! এমন হাভ ভাব দেখায় যেনো আমাকে কয়েক বছর ধরে চেনে। কিছুদিন মিনহাজ বিষয় টা নিয়ে বেশ পেঁচিয়েছে আর নিধিও। কিন্তু এখন সব ঠিক আছে। ওই মেয়েকে সেদিনের পর থেকে আর কখনো দেখিনি। না দেখলেই ভালো। সব কিছু আগের মতোই চলছে, ভার্সিটিতে যাওয়ায়। ইচ্ছে করলে ক্লাশ করা আর না করলে বন্ধুদের নিয়ে আড্ডা। মিনহাজ,নিধি আর আমি একটা কফি শপে বসে আছি। এই দিন দুপুরে কেনো যে হঠাৎ বৃষ্টি শুরু হলো কিছুই বুঝলাম না। আর এদের সাথে থাকলে আমার যেনো নিজেকে মনে হয় কাবাবে হাড্ডি। মাঝে মাঝে রাগ ওঠে দুজনের ন্যাকামো গুলি দেখে।কিন্তু কি করব,করার তো কিছু নেই। হঠাৎ ফোঁটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখি অচেনা একটা নাম্বার। আমাকে সাধারণত অচেনা কেউ ফোন করেন না। তাই ধরলাম না। কল টা ...
Assalamualaikum, welcome to galpokotha. Love story and more! For you!