সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

হঠাৎ প্রেম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

"হঠাৎ প্রেম"( পর্ব_তিন)

Written by Asif দ্বিতীয় পর্বের পরে...... রাত্রে মিনহাজ সামান্য ঝামেলা করলেও সেটা সামলে নেওয়া গেছে। কিন্তু আমি ভাবছি ওই মেয়ের কথা। আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম,"যে ও কে?" উত্তরে আম্মু বলছিল,"তোর ইমদাদ আংকেলের মেয়ে,কিছুদিন এখানে আছে" কিন্তু ভাবার বিষয় যে আমি কোনো ইমদাদ আংকেল কে চিনি না। আর এই মেয়ে এতে সাহসই বা কোথা থেকে পায়! এমন হাভ ভাব দেখায় যেনো আমাকে কয়েক বছর ধরে চেনে। কিছুদিন মিনহাজ বিষয় টা নিয়ে বেশ পেঁচিয়েছে আর নিধিও। কিন্তু এখন সব ঠিক আছে। ওই মেয়েকে সেদিনের পর থেকে আর কখনো দেখিনি। না দেখলেই ভালো। সব কিছু আগের মতোই চলছে, ভার্সিটিতে যাওয়ায়। ইচ্ছে করলে ক্লাশ করা আর না করলে বন্ধুদের নিয়ে আড্ডা। মিনহাজ,নিধি আর আমি একটা কফি শপে বসে আছি। এই দিন দুপুরে কেনো যে হঠাৎ বৃষ্টি শুরু হলো কিছুই বুঝলাম না। আর এদের সাথে থাকলে আমার যেনো নিজেকে মনে হয় কাবাবে হাড্ডি। মাঝে মাঝে রাগ ওঠে দুজনের ন্যাকামো গুলি দেখে।কিন্তু কি করব,করার তো কিছু নেই। হঠাৎ ফোঁটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখি অচেনা একটা নাম্বার। আমাকে সাধারণত অচেনা কেউ ফোন করেন না। তাই ধরলাম না। কল টা ...

"হঠাৎ প্রেম"(পর্ব_দুই)

Written by Asif. প্রথম পর্বের পরে...... কিছুক্ষণ পর মিনহাজ আসলো। দুজন একই ফ্ল্যাটেই থাকি। আমরা খুব ভালো বন্ধু সেই স্কুল লাইফ থেকে এখন পর্যন্তও। ওকে একটু বিষন্ন দেখে জিজ্ঞাসা করলাম.... "কিরে, তোর আবার কি হয়েছে। মুখটা বাংলার পাঁচ এর মত করে আসলি যে।" "আমার টা ছাড়, ভাবলাম তুই কয়েকদিন থাকবো গ্রামে। তো এত জলদি কেনো!" "বলতে পারিস খুশির ঠেলাই, আমার অবর্তমানে কি  নিধির সাথে কিছু হয়েছে?" "কি হবে?" "ইয়ে মানে, ঝগরা টগরা......." "নাহ,আর নিধী কিডা? আমি ওরে চিনিনা।আমি ঘুমাবো,তুই ফ্রেশ হয়ে খেয়ে নে।" বলে চলে গেলো, বুঝলাম নিধির সাথে নিশ্চয় কিছু হয়েছে। নিধি ওর গার্লফ্রেন্ড। আর আমার পাগলী টাইপ একটা বন্ধুবি। ভাবলাম আজকে মিনহাজ যখন আমার জন্য একটা ফোন কল করতে পারছে,আমি তো অবশ্যই পারি.... সো,নিধি কে কল লাগালাম .... দ্বিতীয় বারের বার কল টা রিসিভ হলো.. "আসসালামু ওয়ালাকুম," "ওসব সালাম টালাম দূরে রাখ, আর শোন আমি তোকে কল করতেই যাচ্ছিলাম।"(নিধি) "তো করলিনা কেনো! ওকে আমি ফোন রাখছি তুই ব্য...

"হঠাৎ প্রেম"(পর্ব_এক)

Written by Asif. বর্ষার ছোঁয়ায়, আশে পাশে টা বেশ অচেনা লাগছে। সব কিছু নতুন মনে হচ্ছে। প্রায় ভোর রাত, বাস স্ট্যান্ড এ বসে আছি। শহুরে বাস গুলো আর এগুই না। এখান থেকে লোকাল বাসেই বাড়িতে যেতে হবে। ঝুম বৃষ্টি পড়ছে। টিনের চালির কারণে সেটা যেনো আরও ভয়ঙ্কর শোনাচ্ছে। চারিদিকে হারিকেন দিয়ে খুজলেও একটা কাক পক্ষীও পাওয়া যাবে না। মাথা উপরে বেশ একটা ফাটাচিরা হলুদ বাল্ব জ্বলছে। একটু পর পর বন্ধ হচ্ছে,পুনরায় আলো ছড়াচ্ছে। যেটা খুবই সামান্য। নিজেকে অন্তত রঙিন দেখতে পাচ্ছি। আমার কানের পাশে  আর সামনেটাই টিনের ফুটো দিয়ে ফোটাই ফোঁটাই বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে দুই এক ফোঁটা কানেও পড়ছে, সাথে সাথেই মুছে ফেলছি। একটু পাশে সরে বসলে হইতো পরত না,কিন্তু ইচ্ছে করছে না। হটাৎ কারোর কন্ঠে চমকে উঠি........ "আপনি কি জানেন বাস কখন আসবে?!" একটা মেয়েলি কন্ঠ!! পাশে তাকালাম। আমার পাশেই,ঠিক একটু দূরে রাগী টাইপ এর একটা মেয়ে বসে আছে। যদিও ঠিক মতো দেখতে পাচ্ছিনা । কিন্তু সে মুহূর্তে তাই মনে হলো। "কি ব্যাপার! আপনি কখনো মেয়েলোক দেখেন নি নাকি?! এভাবে তাকিয়ে আছেন কেনো!?" " দ...