লেখক:আসিফ ইকবাল! দশম পর্বের পর থেকে......... তাফা সারা রাস্তা বেশ ভালই জ্বালিয়েছে। এত বরণ করছি তবুও সারাক্ষণ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে ছিল। কখনো আবার জানালা দিয়ে হাত বের করে দিচ্ছে। ওর মগজ টা একেবারে খাম খেয়ালী বুদ্ধিতে ভরপুর। রাত প্রায় ৭ টাই বাসায় এসে পৌঁছলাম। সারাদিনের লম্বা ভ্রমণে দুজনেই বেশ ক্লান্ত। তাই বাহিরে থেকে রাতের খাবার অর্ডার করলাম। তাফা সব কিছু গোছাতে বেশ ব্যস্ত। মেয়েতাকে একটুও বুঝিনা। জানিনা ওর বাসা কই। ওর বাবা কে মা কে? যখনই জিজ্ঞেস করেছি বলে," আমার কেউ নেই। আপনি আর এসব জানতে চাইবেন না প্লিজ" আমিও জোর করিনি। কারণ ওসব নিয়ে আমার কাজ নেই। ওকে খুব ভালোবাসি। আর এখন থেকে আমিই ওর পরিবার। সোফায় বসে টিভি দেখছিলাম আর এসব ভাবছি।একটু পর tafa এসে বললো..... "আপনি এখানে কেনো! যান ফ্রেশ হয়ে নিন।" "হুম যাচ্ছি,আর শোনো রাত্রে আমি বাহিরে থেকে খাবার অর্ডার করছি।তোমাকে কিছু করতে হবে না!" "হুম" তার পর ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষনের মধ্যে খাবার এসে পড়েছে। যদিও ক্ষুধা নেই। তবুও সামান্য খেলাম। তাফা একবার কিছু বলতে চাইল কিন্তু...
Assalamualaikum, welcome to galpokotha. Love story and more! For you!