লেখক:আসিফ ইকবাল!
অষ্টম পর্বের পর থেকে.........
কিছুক্ষন পর মুহি আমার দিকে এগিয়ে আসলো।
দেখলাম, তাফা অন্য দিকে মুখ ঘুরলো।
বেপারটা খুব বুঝতে পারছি.........
-----তুমি এখানে কেন?(মুহি)
-----কেন আমি আসতে পারিনা?
-----নাহ, পারোনা।(মুহি)
-----ow,আসলে আমি তাফাকে নিতে আসলাম।মা ওকে ডাকছে।(একটু মিথ্যে)
আর কিছু বললাম না। তাফার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসলাম। তার পর রুমের দরজা বন্ধ করে দিলাম।
___এটা কি করছেন আপনি?(তাফা)
___দেখতেই তো পাচ্ছো...
___দরজা খুলুন বলছি, আমাকে যেতে দিন। অনেক রাত হয়েছে।(তাফা)
___হম,অবশ্যই যাবে তুমি....
তারপর ওকে ঘাটে বসিয়ে দিয়ে ওর সামনে বসলাম।
বউটা আমার মনে হয় খুব রেগে আছে। বার বার আমার দিক থেকে মুখ সরিয়ে নিচ্ছে। আমি ওর সামনে বসে আছি,কিন্তু ও অন্য দিকে মুখ ঘুরে আছে....
ওর হাত দুটো আমার হাতের মধ্যে নিয়ে একটা চুমু দিলাম।
হাহা, বেশ ছোটো ছোটো হাত দুটো। ও কিছু বলছে না। অন্য দিকে মুখ ঘুরে আছে।
___তাফা, তোমার হাত গুলো এত ছোট কেনো?😀
___আপনিই তো বলেন আমি picci,তাই হইতো।(তাফা)
___হম, তুমি আমার picci বউ;
___নাহ!
___কি না?
___কিছুনা.......
___তাফা, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো?
___ রাগ কেনো করবো! আমি রেগে নেই,
___তাহলে আমার দিকে তাকাও দেখি।
___
___আমাকে যেতে দিন প্লিজ। মা হইতো খুঝছে....
___হম,
ও দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলো। মনে হয় পিছনে কুকুর তারা করছে। আর যাবার আগে বলে গেলো,"ভালো থাকবেন"!
ওকে আর আটকালাম না। অনেক রাত hoyeche ।
হম,এটা ঠিক যে ও একটুও রেগে নেই।
রাতে তেমন ঘুম হলো না।
আয়নায় দেখি চোখের নিচে কালি জমে গেছে। আসার দিনও ঠিক ভাবে ঘুম হইনি।
আজকে রাফার বিয়ে। সকাল থেকেই বেশ তোড়জোড় চলছে।
কেমন জানি অদ্ভুত লাগছে। এতদিন পর বাড়িতে আসছি। অথচ
আমার দিকে কারোর খেয়ালি নেই। তাফা এসে নাস্তা দিয়ে গেলো। এর একটা পাঞ্জাবি। এটা আমাকে পড়তে হবে।
আমার পাঞ্জাবি পড়ার অভ্যেস নেই। কিন্তু বউ যখন দিয়ে গেছে পড়তেই হবে । সব দিকে স্বজন দের আনাগোনা। এত হইচই একদম ভালো লাগেনা।
রাফা বউ সেজে বসে আছে। আর ওর পাশে আরও কিছু নন্দিনী। আসলে আজ ওদের মধ্যে কার বিয়ে হচ্ছে যে কেউ ই এটা নিয়ে বিভ্রান্ত হতে পারে। ওরা নানান বিষয়ে হাসাহাসি করছে। আর আমি দূর থেকে তাকিয়ে আছি।
"সাগর,আমাকে কেমন লাগছে?"
মূহির আওয়াজ পেয়ে পিছনে ঘুরলাম। meyeta আজ নিল সারি পড়ছে। আর হালকা মেকআপ! বেশ লাগছে ।
"কি হলো, বলছনা যে কেমন লাগছে?"
"হম,তোমায় অনেক সুন্দর লাগছে,যে কারোর পা পিছলে যাবে.....। শেষ পর্যন্ত তোমার জন্য না আমার বোনটার বিয়ে ভেঙ্গে যায়।"😁
"থাক আর বলতে হবে না,আমি কারোর বিয়ে ভাঙতে চাইনা।"
নিথিণ এসে বলে গেলো বাবা আমায় ডাকছে। তাই সে যাত্রায় মূহির থেকে ছাড়া পেলাম।
বাবা বললেন,"তাফা, এবাড়িতে নতুন। ওকে সবসময় সাথে নিয়ে থাকতে" আমিও বাধ্য ছেলের মত জওয়াব দিলাম,"হুম"।
কিন্তু ও তো আমার সামনেই আসে না। সবসময় মা,র সাথে....
বাড়িতে অনেক লোকজন। বাবা,চাচা,ফুফা সবাই মেহমানদের নিয়ে ব্যস্ত। মার তো কাজের অভাব নেই। এসব কেমন জানি অদ্ভুত লাগছে।
কিছুক্ষণ পেন্ডেলের সামনে দাড়িয়ে থেকে আমার রুমে চলে আসলাম। বিয়ে বাড়ি! অনেক কাজ! এটাও ঠিক। কিন্তু আমার কোনো কাজ নেই। আমার রুমে গিয়ে দেখি তাফা! ও এখানেও বউ নিয়ে আসছে। এই মেয়েটার বই পড়ার অভ্যাস টা যে বদঅভ্যাস নাকি ভালো অভ্যাস বুঝতে পারছিনা। আমাকে দেখে চলে যেতে চাইলো।কিন্তু যেতে দিলাম না।
আমি পাশে শুয়ে আছি। আর ও টেবিলে বসে বই পড়ছে।
কেনো জানি অনেক ক্লান্ত লাগছে,তাই চোখ বন্ধ করে আসছে...
কিছুক্ষণ তাফা উঠে গিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। আবার পড়ায় মন দিল। ও নিকাব খুলে ফেলেছে।
"তাফা! তোমার গাল দুটো লাল দেখাচ্ছে কেনো?"
আমার কথা শুনে ও আমার দিকে মুখ ঘোরালো।আর বড় বড় চোখ করে তাকিয়ে আছে।
"আপনি না ঘুমিয়েছে!"
"কই!!আমি তো শুধু চোখ বন্ধ করে ছিলাম।"
"হম,এখন ঘুমিয়ে পড়েন। দেখে মনে হচ্ছে রাত্রে চুরি করতে গেছিলেন। আমি যাচ্ছি"
"আরে বলো না?"
কিছু বললো না!শুধু একটা হাসি দিল তার পর বইটা হাতে নিয়ে চলে গেলো। যাই হোক ওর হাসিটা তো দেখতে পেলাম।
জানি,আমার আর ঘুম আসবে না।
সো,মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করছিলাম।
কিন্তু সেটাও আর বেশিক্ষণ করতে পরলাম না।
মুহি ! আমার রুমে আসছে.....
"তখন কাকু ডাকায় চলে গেলে! তোমাকে তখন থেকে খুঁজে চলেছি।আর তুমি এখানে বসে ফোন চাপছ।"
বলে,আমাকে টেনে বাহিরে নিয়ে আসলো। বাহিরে টা ঠিক আগের মতোই আছে। আমার এত লোকজন একদম ভালোলাগে না। আর মুহি সবসময় আমার সাথে লেপ্টে আছে। যেখানেই যাচ্ছি মুহি ঠিক আছেই আমার সাথে। আমার বেশ অসস্তি লাগছে। হইতো বিবাহিত বলে এমন লাগছে।
কিছুক্ষনের মধ্যে বর আসলো।
তারপর বর কনের কবুল বলার মাধ্যমে কাজী বিয়ের কাজ সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ আয়োজনের এ অংশটুকুই বিয়ে। সামান্য বিশ থেকে ত্রিশ মিনিটের একটা অনুষ্ঠান মাত্র।
রাফাকে দেখে অনেক হাসিখুশি মনে হচ্ছে। শুনেছি বিয়ের দিন মেয়েরা কাদে। তাফাও তার উল্টো টা আমাকে দেখায় নি। কিন্তু এখানে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না।
রাফা যাবার সময় চাচা_চাচী,মা অনেক কাদছে।আমি দূর থেকে সব টা দেখছি। আমারও বেশ খারাপ লাগছে।সেই picci টা, যে কিছুদিন আগেই ভাইয়া ভাইয়া বলে আমার পিছু নিত।আজ কিনা তার বিয়ে hoye গেছে।আর সে এখন অন্য কারোর বাড়ি যাচ্ছে ।
"আপনি কাদছেন না কেনো?"(তাফা)
(আমার পাশেই তাফা দাড়িয়ে ছিল,সেটা এইমাত্র টের পেলাম)
"কেনো! কাদবো কেনো?"
"সবাই তো কদছে। মা,চাচা,ফুপি........🙄"
(ইসস, আমি একটা picci রে বিয়ে করছি। নইলে কেউ এমন প্রশ্ন করে!)
"ওহ,তাহলে তুমি আমার বদলে একটু কেদে দাও😀"
"🙄......"
"ওইয়ে আমাদের বিয়ে দিন যেভাবে কাদলে,একটু কাদো না! কাদলে তোমায় খুব ভালো লাগে😂😂"
"আপনি আমায় কাদাতে চান?!😞"
"হম,একটু! বেশিনা। এবার কদো?😊"
আর কিছু বলল না! চলে গেলো।
ওর চোখ দুটো আমাকে স্পষ্ট জানিয়ে দিল, যে আমার বউ রাগ করছে,আর সাথে কিছু অভিমান!
to be continue..............

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন