লেখক:আসিফ ইকবাল।
পরদিন সকাল সকাল উঠে বাজারে চলেগেলাম।
এখন তো আর একা না যে হোটেলে খাবো। কতদিন যে বাজারে আসিনি মনে নেই। তবে এখনকার পচা পচা গন্ধটা আমাকে রীতিমতো জ্বালাচ্ছে। তাই যতো তাড়াতাড়ি সম্ভব বাসাই চলে আসি।
আজ "পহেলা বৈশাখ" মানে আমার কাছে ছুটির দিন। মাসে দুই তিনটা পহেলা বৈশাখ আসলে মন্দ হইনা!
আজ "পহেলা বৈশাখ" মানে আমার কাছে ছুটির দিন। মাসে দুই তিনটা পহেলা বৈশাখ আসলে মন্দ হইনা!
অপরিচিতা এখনও উঠেনি। হইত ভোরে নামাজ পড়ে আবার শুয়েছে। তাই ওকে ডাকলাম না। আর জানিও না ও রান্না করতে পারে কিনা। অযথা ওকে ডাকা ঠিক হবে না।
তাই নিজেই ভাত সেদ্ধ, ডিম ভাজি সাথে আলুভাজি। গত দুই বছর ধরে এটাই করে আসছি। এটা প্রায় মাস্টার আমি। হাহাহা,,
তাই নিজেই ভাত সেদ্ধ, ডিম ভাজি সাথে আলুভাজি। গত দুই বছর ধরে এটাই করে আসছি। এটা প্রায় মাস্টার আমি। হাহাহা,,
ওহ উঠে পড়েছে,,
___জও, ফ্রেশভয়ে নাও। তারবপর খেতে এসো।(আমি)
হম, বলে ও চলে গেলো।
গত দুইদিন একই জমা পরে আছে। ওই নীল নিকাব আর বোরকা। ওকে নতুন কিনে দিতে হবে। আজ বছরের প্রথম দিন বলে কথা। তাই রিনা ভাবীকে বাসায় ডাকলাম। পাশেই ওনার টেইলার্স,উনি শুধু মেয়েদের ওইসব জমা বানান,মানে অপরিচিতা যেটা পরে থাকে।ওনি বাসায় আসলে ব্যাপারটা সুবিধা হবে। আমি ওকে নিয়ে বাহিরে যেতে চাই না।
গত দুইদিন একই জমা পরে আছে। ওই নীল নিকাব আর বোরকা। ওকে নতুন কিনে দিতে হবে। আজ বছরের প্রথম দিন বলে কথা। তাই রিনা ভাবীকে বাসায় ডাকলাম। পাশেই ওনার টেইলার্স,উনি শুধু মেয়েদের ওইসব জমা বানান,মানে অপরিচিতা যেটা পরে থাকে।ওনি বাসায় আসলে ব্যাপারটা সুবিধা হবে। আমি ওকে নিয়ে বাহিরে যেতে চাই না।
তার পর দুজনে খেতে বসলাম।
___আপনি এগুলি করেছেন?(অপরিচিতা)
___হম,করেছি।খেতে দেখো।
___হম,
___,,,,,,,,,,,
___ডিমভাজি এত তেতো কেনো?(বলে আমার দিকে চোখ পাকাচ্ছে)
___কই!সব তো ঠিকই আছে। গত দুই বছর ধরে এটা করি আমি। আপনার জিভে সমস্যা আছে।
ওহ,আর কিছু বলল না। ওর ইমোশন গুলোও বুঝিনা। শুধু চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। খাচ্ছে সেটাও আবার নিকাব এর তল দিয়ে। এভাবে খাওয়া যায় নাকি!
___আপনি এগুলি করেছেন?(অপরিচিতা)
___হম,করেছি।খেতে দেখো।
___হম,
___,,,,,,,,,,,
___ডিমভাজি এত তেতো কেনো?(বলে আমার দিকে চোখ পাকাচ্ছে)
___কই!সব তো ঠিকই আছে। গত দুই বছর ধরে এটা করি আমি। আপনার জিভে সমস্যা আছে।
ওহ,আর কিছু বলল না। ওর ইমোশন গুলোও বুঝিনা। শুধু চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। খাচ্ছে সেটাও আবার নিকাব এর তল দিয়ে। এভাবে খাওয়া যায় নাকি!
___আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেনো?(অপরিচিতা)
___তোমাকে বেশ আজব লাগছে.
___লাগলেও করার কিছু নেই(অপরিচিতা)
___আচ্ছা,তোমার নাম টা বলবে?
___নাহ,বলবনা।এবার চুপ করে খান।(অপরিচিতা)
___তোমাকে বেশ আজব লাগছে.
___লাগলেও করার কিছু নেই(অপরিচিতা)
___আচ্ছা,তোমার নাম টা বলবে?
___নাহ,বলবনা।এবার চুপ করে খান।(অপরিচিতা)
বেশ,আজব তো। নাম টাও বলছে না।
দুজনেরই খাওয়া শেষ। ও সব পরিষ্কার করবে বলে, কিচেনে নিয়ে গেলো।আমিও বাধা দিলাম না। আমার বাড়িতে তো আর এমনি এমনি খেতে পারবে না।
দুজনেরই খাওয়া শেষ। ও সব পরিষ্কার করবে বলে, কিচেনে নিয়ে গেলো।আমিও বাধা দিলাম না। আমার বাড়িতে তো আর এমনি এমনি খেতে পারবে না।
কিছুক্ষনের মধ্যে রিনা ভবি আসলেন।
___আস্সালামু আলাইকুম ভবি।
___walaikumussakam....সাগর!আমি তো ভাবতাম আমাকে তোমার কখনো দরকার পরবেনা তাহলে আজ হঠাৎ!!
___(একটু হেসে জওয়াব দিলাম)আপনি ভুল ভেবেছিলাম।
ভিতরে আসুন,বসুন!
___আস্সালামু আলাইকুম ভবি।
___walaikumussakam....সাগর!আমি তো ভাবতাম আমাকে তোমার কখনো দরকার পরবেনা তাহলে আজ হঠাৎ!!
___(একটু হেসে জওয়াব দিলাম)আপনি ভুল ভেবেছিলাম।
ভিতরে আসুন,বসুন!
ওনাকে বসতে বলে ,অপরিচিতা কে ডাক দিলাম।
এদিকে এসো,,উনি হচ্ছেন।রিনা ভবি। ওনাকে বলো তুমি, কি রঙের বোরখা চাও। উনি টা তোমার জন্য তৈরি করে দেবেন।
এদিকে এসো,,উনি হচ্ছেন।রিনা ভবি। ওনাকে বলো তুমি, কি রঙের বোরখা চাও। উনি টা তোমার জন্য তৈরি করে দেবেন।
___আস্সালামু আলাইকুম,
___walaikumussalam,,আম্মু এদিকে এসো।আমার পাশে বস।
___সাগর তুমি বিয়ে করেছ। আমাকে বলনি যে....(রিনা ভবি)
___বিয়ে...!( কি বলবো বুঝতে পারছিনা।)
___হঠাৎ করেই সবকিছু হয়েচে তাই হইত ও আপনাকে কিছু বলতে পারেনি,(অপরিচিতা)
___নাহ ভবি, মোটেই এমন কিছু না,,,(এই মেয়ে বলে কি! আমি ওর নামটাও জানিনা। আর নিজেকে আমার বউ বলছে।)
___walaikumussalam,,আম্মু এদিকে এসো।আমার পাশে বস।
___সাগর তুমি বিয়ে করেছ। আমাকে বলনি যে....(রিনা ভবি)
___বিয়ে...!( কি বলবো বুঝতে পারছিনা।)
___হঠাৎ করেই সবকিছু হয়েচে তাই হইত ও আপনাকে কিছু বলতে পারেনি,(অপরিচিতা)
___নাহ ভবি, মোটেই এমন কিছু না,,,(এই মেয়ে বলে কি! আমি ওর নামটাও জানিনা। আর নিজেকে আমার বউ বলছে।)
___হম,আমি বুঝছি।( রিনা ভবি)
আমি আর কিছু না বলে,আমার রুমে চলে আসলাম।কি ফাজিল রে বাবা। অপদ টা যতো তাড়াতাড়ি বিদেয় হই তত ভালো।কিছুদিন যখন থাকতে বলেছি থাকুক। তার পর যেখানে ইচ্ছে চলে যাবে.....
এক সারাদিন। বাসায় থাকতে হবে।সবার জন্য দিনটা পহেলা বৈশাখ হলেও আমার জন্য একলা বৈশাখ।
অপরিচিতার আমার রুমে প্রবেশ:_
__কে বলেছে আপনাকে এসব করতে। আমি কি আপনাকে বলছি যে আমার কিছু চাই। আর আপনিই ত বলেছেন কিছুদিন পর চলে যেতে। এমনিতেই আপনার বাসায় থাকছি খাচ্ছি। আমি আপনাকে এর থেকে বেশী কষ্ট দিয়ে চাই না।(এক নাগাড়ে বলেই চলেছে)
__আরে থামত এবার ।তুমি গত দুই দিন ধরে একই জমা পরে আছো।তাই! আর তুমি তো সাথে কিছু অনো নি তাইনা !
___এসব কে বলেছে আপনাকে ......
বলে অপরিচিতা রুমের বাহিরে চলে গেলো।
কিছুক্ষন পর বড় একটা ট্রলি নিয়ে হাজির। আমি তো পুরাই অবাক।
___সেদিন, যে এগুলি দেখিনি!!!
___আপনার চোখ কপালে ছিলো হইত তাই....(অপরিচিতা)
___তাহলে তুমি সবসমই একটাই জমা পর কেনো?
___একটা না। সব গুলো একই রঙ্গের।(বলে অপরিচিতা আমার রুম থেকে চলে গেলো)
ওকে,আজকে আমার রীতিমতো বেআদব মনে হচ্ছে। জানিনা ওই পর্দার আড়ালের চেহারাটা হইত আরো বেশী ভয়নক।ওকে যতো তাড়াতাড়ি সম্ভব এখন থেকে বের করতে হবে।
কিছুক্ষন পর বড় একটা ট্রলি নিয়ে হাজির। আমি তো পুরাই অবাক।
___সেদিন, যে এগুলি দেখিনি!!!
___আপনার চোখ কপালে ছিলো হইত তাই....(অপরিচিতা)
___তাহলে তুমি সবসমই একটাই জমা পর কেনো?
___একটা না। সব গুলো একই রঙ্গের।(বলে অপরিচিতা আমার রুম থেকে চলে গেলো)
ওকে,আজকে আমার রীতিমতো বেআদব মনে হচ্ছে। জানিনা ওই পর্দার আড়ালের চেহারাটা হইত আরো বেশী ভয়নক।ওকে যতো তাড়াতাড়ি সম্ভব এখন থেকে বের করতে হবে।
ঘুম আমার জন্য অপেক্ষা করছে, ছুটির দিন গুলি ঘুমিয়েই কাটায়,একটু আগেই মা ফোন করছিল। আমার প্রাণের বোনটার সাথে কথা বললাম। অনেক টা ভালোলাগছে।
জানিনা কখন দরজার টক টক শব্দে ঘুম ভাঙলো। উঠে দেখি বিকেল হয়েছে।
উঠে দরজাটা খুলে দিলাম।ও পাশে অপরিচিতা।
উঠে দরজাটা খুলে দিলাম।ও পাশে অপরিচিতা।
___মিস্টার,চলুন না একটু বাহিরে থেকে ঘুরে আসি।আমার খুব ইচ্ছে করছে।(অপরিচিতা)
___তোমার ইচ্ছে করলে তুমি যেতে পারো।আমাকে টানছে কেনো!!
___প্লিজ,প্লিজ,প্লিজ....
___তোমার ইচ্ছে করলে তুমি যেতে পারো।আমাকে টানছে কেনো!!
___প্লিজ,প্লিজ,প্লিজ....
রীতিমতো প্লিজ এর গান শুরু করে দিয়েছে।ওর চোখের দিকে তাকাতে পারছিনা......
___আচ্ছা, রেডি হও,আমি আসছি......
___আচ্ছা, রেডি হও,আমি আসছি......
ওকে নিয়ে বের হলাম। আজকে মানিব্যাগটা ফাঁকা। সব গুলো পকেটে টাকা নিয়েছি শুধু মানিব্যাগ ছাড়া। দেখি আজ kemne আমার মানিব্যাগ হাওয়া হয়!!!
রিকশায় বসে আছি,আর আমার পাশে একজন অপরিচিতা। একটু অস্বাভাবিক লাগছে। আজকেই প্রথম এমনটা হলো।
রিকশায় বসে আছি,আর আমার পাশে একজন অপরিচিতা। একটু অস্বাভাবিক লাগছে। আজকেই প্রথম এমনটা হলো।
ওকে নিয়ে রামসাগর আসছি,,,
দুজনে পাশাপাশি হাঁটছি,,,,
ও সমের দিকে তাকিয়ে হাঁটছে,,,,কিছুক্ষনপর আমার দিকে ঘুরে বলল,,,,,
___আচ্ছা একটা কথা বলি?
___হম...
___এটা বড় সাগর আর আপনি ছোট সাগর তাই না??
___হা হা হা.....হম তাই বলতে পারো.....
___কিন্তু আমার ছোট টাকেই বেশী ভালো লাগছে,,,চলুন ও পাশ টাই বসি..(অপরিচিতা)
___হম চলো।
দুজনে পাশাপাশি হাঁটছি,,,,
ও সমের দিকে তাকিয়ে হাঁটছে,,,,কিছুক্ষনপর আমার দিকে ঘুরে বলল,,,,,
___আচ্ছা একটা কথা বলি?
___হম...
___এটা বড় সাগর আর আপনি ছোট সাগর তাই না??
___হা হা হা.....হম তাই বলতে পারো.....
___কিন্তু আমার ছোট টাকেই বেশী ভালো লাগছে,,,চলুন ও পাশ টাই বসি..(অপরিচিতা)
___হম চলো।
দুজনে পুকুরের দক্ষিণ পাড়ে বসে আছি। আসে পাশে আরও অনেক জোড়া। মৃদু বাতাস বইছে। পুকুরে ঢেউ গুলি দেখে মনে হচ্ছে বাতাস ওদের সাথে খেলা করছে। আমার বেশ ভালো লাগছে...
ও কিছু বলছে না।শুধু সামনে তাকিয়ে আছে। মনে হয় কিছু ভাবছে...
ও কিছু বলছে না।শুধু সামনে তাকিয়ে আছে। মনে হয় কিছু ভাবছে...
__অপরিচিতা, চলো ওদিকটায় যাই,এখানে আর কতক্ষন বসে থাকবে,,
__হম চলেন,(অপরিচিতা)
__হম চলেন,(অপরিচিতা)
ও সত্যিই অনেক চঞ্চল। অনেক পর্দাশীল।তবে ছেলেমানুষী ভাব টা এখনও যাইনি।
ওকে নিয়ে সারা বিকেল ঘুরলাম। আজকের বিকেল টা অসাধারন ছিলো। আমরা অনেক মজা করেছি।
ওকে নিয়ে সারা বিকেল ঘুরলাম। আজকের বিকেল টা অসাধারন ছিলো। আমরা অনেক মজা করেছি।
সবশেষে রেস্তোরা থেকে কিছু খাবার নিয়ে বাসায় ফিরলাম।
অপরিচিতা সবার সামনে খেতে পারবে না।
অপরিচিতা সবার সামনে খেতে পারবে না।
এভাবেই কেটে গেলো আরও কিছুদিন....
আমি আর ,এক অপরিচিতা।
জানিনা এই অপরিচিতা,ওর নামটা কেনো বলেনা!
আমি আর ,এক অপরিচিতা।
জানিনা এই অপরিচিতা,ওর নামটা কেনো বলেনা!
to be continued........

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন