সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Devil_Husband(part_17)

Written by Fatema
.
.
.
কিছুক্ষন পরেই Devil is entry in the bad of roses.........
এসে ভালো করে দরজা লক করছে।
ততক্ষন এ আমি শুয়ে পড়েছি।
এক চোখ একটু তাকিয়ে দেখলাম ডেভিল টা কে।
.
.
হাতে কি যেন একটা।
একবার আমার দিকে তাকিয়ে একগালে একটা হাসি দিয়ে ড্রেসিংটেবিল এ হাতের ওই জিনিস টা রেখে ওয়াশরুমে চলে গেলো।
ধুর আমার কি আমি আরো ভালো ভাবে শুয়ে পড়লাম।
অনেক ঘুম পেয়েছে।
কিন্তু একি আমার তো ঘুম আসছে না।
উফফফ আল্লাহু চোখে একটু ঘুম দাও।
নয়তো এই বজ্জাত লেজ কাটা টিকটিকি আরিয়ান কখন এসে আবার কোনো নতুন কাহিনী শুরু করবে।
বলতে না বলতেই এসে হাজির।
আমাকে ডাকছে, ঘুম থেকে উঠার জন্য।
আমি আর কিভাবে উঠবো, ঘুমাই ই নেই যেখানে।
জাগন্ত মানুষ কে জাগানো যায় নাকি।
হঠাৎ করে লাফিয়ে উঠলাম।
না উঠে কি উপায় আছে।
খবিশ মার্কা ডেভিল কিভাবে অত্যাচার করবে মাথায় শুধু এগুলোই ঘুরে ।
এত ডাকার পর উঠছিলাম দেখে গায়ে পানি ঢেলে দিলো।
-- এটা করলেন কি আপনি
-- আরেব্বাস ঘুমাও নি তো দেখি।
ঘুমালে ভয়েস টা এমন ক্লিয়ার শুনাতো না।
এত ডাকছিল উঠলে না।
ইসসস পানিতে কি ভেজা টাই না ভিজেছো।
এক ডাকে উঠে পড়লে কি আর এমন হতো বলো।
-- একদম ভাট বকবেন না।
কি করলেন এইসব দেখছেন। আপনার মতো বজ্জাত হনুমান, লেজটাকা টিকটিকি, হাফ মেন্টেল ডেভিল আমি কোথাও দেখিনি।
সবসময় আপনার কথাতেই আমার চলতে হবে কেনো হ্যাহহহ.......
কে আপনি হ্যা 
-- আমি কে 
আমি তোমার #Devil_Husband 
--
-- এই বিয়েই তো আমি মানিনা।
আপনি জোড় করে আমাকে বিয়ে করেছেন।
এখন তার ফায়দা উঠাতে চাচ্ছেন স্বামীর অধিকার বলে।
-- ফায়দা কেন উঠাতে যাবো।
কিছুই তো করলাম না।
তুমি না চাইলেও আজ এখন অনেক কিছুই করতে পারি তোমার সাথে,যার জন্য আমি দায়ি না (মুখটা একেবারে আমার মুখের সাথে এনে উবু হয়ে আছে)
-- এএএইই....একদম অধিকার ফলাতে আসবেন না বলে দিচ্ছি। সরে বসুন আমার কাছ থেকে।
-- তোমার কথায় তো হবে না সোনা পাখি।
আমার পিঞ্জরে তুমি বন্ধি।
এখন থেকে আমি যা বলবো সেটাই তুমি করবে।
এখন এত কথা না বলে একটু ফাস্ট উঠে দাড়াও তো।
-- পারবো না। 
-- সত্যি তো
-- হ্যা পাক্কা
-- তাহলে তো স্কেল টা খুজতে হচ্ছে।
কোথায় গেলো বলতো ।
এই বলে সে দাঁড়িয়ে গেলো স্কেলের জন্য।
এই কয়দিনে এইটা খুব ভালো করেই জানি পাগল খেপে গেলে আর রক্ষে নেই।
হুর্মুরিয়ে উঠতে গিয়ে পড়ে গেলাম।
আরে নিচে পড়িনি, পড়ার আগেই বাহুডোর এ জড়িয়ে নিয়েছে তার বক্ষপিঞ্জর এ।
বুঝতে পারলাম তার হার্টবিটের ধ্বনিতে।
আমাকে জড়িয়ে ধরা তাইনা।
দিলাম ধাক্কা। কয়েক হাত ধুরে গিয়ে সোফায় গিয়ে পড়ে গেলো।
হায় রেএএএ......
কে যে বলছিল ধাক্কা দিতে 
এখন নিজেই চিতপটাং 
ওরে মারেএএএ.....আমার কোমর টা গেলো রে। 
জোড়েই কেঁদে দিলাম।
এভাবে পড়ে যাবো বুঝতে পারিনি। 
সে দৌড় এ এসে আমাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিলো। 
-- কি যে করো না বাচ্চাদের মতো।
এমন কেও করে 
বেশি পাকনা হয়ে গেছে হ্যাহহ
-- এএএএ......
আমি ব্যথায় মরছি আর আপনি আমাকে বকা দিচ্ছেন।
আপনাকে কি সাধেই ডেভিল বলি। 
-- ওরে আমার পাখি টা।
আর কাদে না।
ওঠে গিয়ে মুভ নিয়ে আসলো।
এসে বলছে,
-- উবু হয়ে একটু শোও তো মলম টা লাগিয়ে দেই।
-- একদম না
দশ হাত দূরে থাকুন।
লুচু কোথাকার গায়ে হাত দেওয়ার ধান্ধা শুধু। 
-- যখন লুচু বলে এনাউন্স করেই দিলে তো আর করার।
লুচু গিরি তো করতেই হবেই।
After all Devil Wife বলে কথা।
মলম লাগানোর জন্য জোড়াজোড়ি করছে।
এক পর্যায়ে আমাকে টান দিয়ে বসিয়ে দিলো।
হাত দুটো পিছনে শাড়ির আচল দিয়ে বেধে দিয়েছে।
এভাবে বসানোর জন্য আরো ব্যথা বেড়ে গেলো।
আরো জোড়ে কেঁদে দিলাম।
আমার আরো কাছে এসে বসলো।
"পাখিটার কি খুব ব্যথা হচ্ছে "
এই বলে আমার মাথা টা তার বুকে টেনে নিলো।
এক হাতে মাথা টা হালকা চেপে ধরে বুকে, আরেক হাত দিয়ে ব্যাকবোনে মলম লাগিয়ে দিচ্ছে।
শুনতে পাচ্ছিলাম তার হার্টবিট।
মনে হচ্ছে আমার কষ্টে তার আরো বেশি কষ্ট হচ্ছে।
অভাবে জড়িয়ে ধরেই মলম লাগানো শেষ হলে হাতের বাঁধন খুলে দিলো।
বুকে থেকে মাথা তুলে দুহাত দিয়ে তুলে ধরে আমার দু গালে হাত দিয়ে বলছে।
-- সরি সোনা পাখি।
আসলে আমি এভাবে হাত বাধতে চাইনি।
তুমি এমন করো কেনো বলতো।
একটু ও কি বুদ্ধি নেই মাথায়।
এভাবে আমাকে নাস্তানাবুদ করতে গিয়ে নিজেই ব্যথা পেলে।
এখন যে তোমার কষ্ট হচ্ছে এটা দেখতে কি আমার ভালো লাগছে।
আমার কথা একটু শুনলে কি খুব ক্ষতি হয়ে যাবে তোমার।
বরং না শোনার জন্যই এমন হলো। 
ওকে যাও আজকেরর জন্য ছাড় দিলাম।
ঘুমিয়ে পড়ো।
কিন্তু হ্যা নেক্সট এ এমন করার আগে অবশ্যই ভাববে। আর হ্যা এসব শাড়ি টারি পড়ার কোনো দরকার নেই।
পিচ্চি একটা মেয়ে।
নিজেকেই সামলাতে পারে না সে শাড়ি সামলাবে কি করে। 
আমি শুধু শুনেই যাচ্ছি।
কত্যা বললেই কথা বাড়বে।
তাই আর কথা বাড়াতে চাইছি না।
সে আমাকে শুইয়ে দিয়ে লাইট অফ করে ডিম লাইটের আলো জ্বালিয়ে দিলো।
এসে আমার পাশেই শুয়ে পড়লো।
-- সে কি আমার পাশে শুচ্ছেন কেনো। 
-- ওমা বৌয়ের পাশে শুবো না তো কি পাশের বাসার জড়িনার সাথে শুবো 
-- যার সাথে ইচ্ছা শোন বাট আমার সাথে না।
আমি শুবো না আপনার সাথে।
এই বলে উঠতে নিয়েছিলাম...
-- আহহহ.....
ওরে মারেএএএ......
আমার কোমর 
-- ইসসসস পাখিটা কেনো যে এত ছুটাছুটি করতে চায়।
দেখলে তো কি হলো।
আবার শুইয়ে দিয়ে তার বুকে আমাকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
-- এখন ঘুমাও
-- ছাড়ুন আমায়
-- হিসসসস একদম চুপ
আরেক টা কথা বললে না আমি আর কিছু বলবো না।
স্কলে চলেব।
-- আপনি আসলেই একটা........
-- Hmm I'm Devil..... Now shut ur mouth.
-- কি আর করার চুপ করেই আছি।
আমার চলে বিলি কেটে যাচ্ছে।
গায়ে কেমন জানি একটা ঘ্রান।
খুব টানে, মাতাল করার মতো।
কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারলাম না।
.
.
.
ঘুম ভেঙে গেলো।
খুব শান্তি লাগছে। মনে হচ্ছে অনেক দিন পর শান্তিতে ঘুমালাম।
মাথা তুলতেই দেখি Devil Husband এর বুকে এখনো আছি।।
এক ঝাটকায় সরে আসলাম।
এমা আমি এখানে কেনো।
গত দিনের কথা সব মনে করছিলাম।
ওরে আমার তো বিয়ে হয়ে গেছে......
আমার বিন্দাস লাইফটাকে হেল করে দিলো এই ডেভিল। 
উঠে গিয়ে ফ্রেস হয়ে বের হলাম।
বাথরুম থেকে বের হতেই দেখি মূর্তিমান ডেভিল সামনে দাঁড়ানো।
-- সেকি তুমি শাওয়ার নিয়ে বের হওনি কেনো।
-- কিইহহহহ শাওয়ার নিতে যাবো কেনো।
-- কি বলো হ্যা তোমার না বিয়ে হয়ে গেছে।
জানো না এই সময় শাওয়ার নিতে হয়।
-- নেবো না আমি।
আমাদের এমন কিছুই হয় নি যে আমাকে এখন এই ঠাণ্ডা ঠাণ্ডা ভোর বেলা শাওয়ার নিতে হবে। 
-- দেখো সকাল সকাল মেজাজ খারাপ করো না। 
-- করবো না আমি
-- করবে না তো....
-- না করবো না
-- করবে না তো
-- না না না কতবার বলবো হ্যাহ অসহ্য.......
-- ok fine my dare wife
এই বলে পাজা কোলে তুলে বাথরুম এ ঢুকে বাথটবে বসিয়ে দিলো।
অবাক না হয়ে পারছি না 
ডেভিল কাকে বলে এই সকাল সকাল কি হাল টাই না করলো আমার
-- শোনো মনে মনে গালিগালাজ করো না প্লিজ হ্যা
তাড়াতাড়ি বের হবে কিন্তু।
অনেক টা আমার দিকে ঝুকে,
নাকি আমি ই করিয়ে দেবো 
-- এ..এ...এএইইইই একদম ভালো হবে না বলে দিচ্ছি।
বের হোন এখনি।
বাথটব থেকে উঠে ঠেলে বের করে দিলাম।
উফফফ সকাল সকাল কাপাকাপি শুরু হয়ে গেলো আমার।
শাওয়ার তো নিলাম কাপড় ই তো নেওয়া হয় নি।
ধুরর ভাল্লাগেনা এই ডেভিল টা কে না কাচ্চা চিবিয়ে খেতে ইচ্ছে করছে।
দরজা খুলে উকি দিলাম। নাহ নেই।
কাপড় খুজছি। কিন্তু পাবো কোথায়। আমার কাপড় তো আমার রুমে ছিল এখানে আসবে কিভাবে ।
বিছানার দিকে চোখ গেলো দেখি কাপড় রাখা।
নিশ্চই আমার জন্যই হবে এটা আর ভাবার কি।
রুমের দরজারর শব্দ শুনতেই বাথরুম এ কাপড় নিয়ে দৌড়ে চলে গেলাম।
চুল মুছতে মুছতে বের হচ্ছি,
তাকিয়ে দেখি সে সোফায় হেলান দিয়ে বসে ফোনে কার সাথে কথা বলছে।
এত সকাল সকাল কার সাথে কথা বলছে।
যাকগে আমার কি।
গিয়ে ড্রেসিংটেবিল এ বসলাম।
চুল মুছেছিলাম এমন সময় আয়নায় তাকিয়ে দেখি সে ফোন কানে ধরেই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে।
ফোনে বলছিল,
I'll call u back......
বলেই এগিয়ে আসছে আমার দিকে।
-- আরেহ আমার বউটা দেখি সেইই সুন্দর।
উফফফ পাগল হয়ে যাবো আমি।
এইইই wait a minute.....
এই বলে দেখি ড্রেসিংটেবিল এ রাখা গত কালের কাগজে মোড়ানো প্যাকেট টা হাতে নিলো।
এমা এতো দেখি কাঠবেলি ফুল।
হাতে নিয়ে বলছে,
-- ইসসস কত শখ করে এনেছিলাম গতকাল রাতে তোমায় পড়াবো বলে আর তুমি করলে টা কি হুহহ.....
হেয়ার ড্রায়ার হাতে নিয়ে আমার চুল শুকাচ্ছে।
-- সেকি আপনি কেনো আমার চুল ড্রাই করছেন।
-- হিসসস কথা কম
-- আপ....
-- বললাম না চুপ
বেশ কিছুক্ষণ পর চুল শুকানোর পর চুল আচড়ে দিতে গেলো।
-- আরে আরে করছেন কি।
চিরুনি আমায় দিন আমি করে নেবো।
-- এত কথা বলো কেনো তুমি 
-- এই আপনি কিন্তু....
-- আরেক টা কথা বললে কিন্তু দুগালে দুইটা বসিয়ে দেবো কিন্তু।
-- দুইটা দিবেন মানে। 
কি দিবেন।
-- kissi দেবো
-- Nooo wayyyyy........
-- তাহলে চুপ
চুল আচড়ে খোপা করে দিলো।
আমি তো অবাক ছেলেরা কিভাবে এত সুন্দর করে চুল বাধতে পারে।
-- শুনো কিভাবে বাধতে পারি সে টা ভাবতে হবে না।
এত জোড়ে জোড়ে মনে মনে ভাবলে যে কেও ই শুনতে পাবে। 
-- 
চুল বাধার পর ওই ফুলটা খোপায় বেধে দিলো।
"এবার আরেকটু হালকা সেজে নাও। বেশি সাজবে না কিন্তু "
এই বলেই মাথার সাইডে একটা চুমু খেয়ে বাথরুম এ চলে গেলো।
আমি তো অবাক না হয়ে পারছি না এর ব্যাবহার এ......
To be continue........

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ ভালোবাসা(পর্ব ০৯)

RM ,,পূর্ববর্তী পার্ট গুলি পেতে অমার টাইমলাইন  ভিজিট করুন,, কতক্ষণ ঘুমিয়ে ছিলাম সেটা মনে নেই। চোখ খোলে যখন মাথার পেছনে সজোরে এক থাপ্পর খাই। ঘুম ঘুম চোখে চারদিকে তাকিয়ে দেখি যে কে আমাকে চড়টা মারল। আমি দেখলাম যে আমি উঠানের মাটিতে পড়ে আছি, পায়ের কাছে মাটিতে সুব্রত পড়ে আছে। আমি ওপর দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করি যে কে আমাকে চড়টা মারল, আমি অবাক হয়ে দেখি যে ইন্দ্রানি মাসি আমাদের দিকে কটমট করে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠেন “শুয়োর গুলো এখানে শুয়ে? আর আমারা তোদের দু’জনকে সারা বাড়িতে হন্যে হয়ে খুঁজছি। তোদের কি কোন বোধ বুদ্ধি নেই?” আমি সুব্রতর কাঁধ ঝাঁকিয়ে উঠিয়ে দিলাম, সুব্রত আর আমি দুজনেই উঠে পড়লাম মাটি থেকে। আমি কাতর চোখে ইন্দ্রানি মাসির দিকে চেয়ে বললাম “সরি মাসি। ভুল হয়ে গেছে, কাল রাতে একটু বেশি হয়ে গেছিল।” চেয়ারের ওপরে মদের বোতল আর গ্লাসের দিকে ইন্দ্রানি মাসির চোখ পড়ে যায়, তাড়াতাড়ি করে চেয়ারের ওপরে নিজের শাল ফেলে দিয়ে ঢেকে দেয় গ্লাস আর বোতল। ঠিক সেই সময়ে পেছন থেকে অনেক গুলো পায়ের আওয়াজ পাই। মাসি সবাই কে বলে “এই ছেলে দুটো সারা রাত...

নিষিদ্ধ ভালোবাসা(শেষ পর্ব)

RM কিছুদূর যেতেই  একটি জায়গায় গাড়ি দাঁড় করায় বল্বিন্দার, বলল যে গাড়িতে তেল ভরতে হবে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে পরীর ঘুম ভেঙে যায়, আমার দিকে তাকিয়ে বলে “কতক্ষণ ঘুমিয়েছি আমি?” আমি বললাম “বেশীক্ষণ ঘুময়নি তুমি” “আমরা থামলাম কেন?” “তেল ভরার জন্য।” “আর কত দেরি পৌঁছতে?” আমি পেট্রল পাম্পের লোকটাকে জিজ্ঞেস করলাম যে জিওরি থেকে চিতকুল কতক্ষণ লাগবে পৌঁছতে। লোকটা আমায় জানাল যে আরও ঘন্টা চারেকের রস্তা বাকি। লোকটা আরও জানাল যে কারছাম ব্রিজের পরে রাস্তা খুব খারাপ। বল্বিন্দার আমাকে বলল যে ও রাস্তা জানে, কোন চিন্তা করতে বারণ করল আমাকে। পরী হিন্দি বিশেষ ভালো করে বোঝেনা তাই আমাকে জিজ্ঞেস করে যে বল্বিন্দার কি বলল। আমি রাস্তার কথাটা চেপে গেলাম, জানালাম যে কোন কিছুর জন্য চিন্তা না করতে। ঘড়ির দিকে তাকালাম, আড়াইটে বাজে তখন, তারমানে চিতকুল পৌঁছতে সন্ধ্যে হয়ে যাবে। একে শীতকাল তায় আবার পাহাড়, এখানে রাত সমতলের চেয়ে একটু তাড়াতাড়ি নামে। জিওরি ছাড়ার কিছু পরেই পরী বলল যে ও আর ঘুমোতে চায় না, বাইরের দৃশ্য দেখবে। আমি বললাম ঠিক আছে। কিছু পরেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে। যখন আ...

"এক অপরিচিতা"(পর্ব: ছয়)

লেখক:আসিফ ইকবাল! "আগের পর্ব গুলো আমার টাইমলাইনে বিদ্যমান" পঞ্চম পর্বের পর থেকে..... ___আরে বাহ, আপনি নিজের বউ কেই চিনতে পারছেন না!       এবার তো বলবেন গতকাল আপনি আমাকে বিয়েই করেন              নি। হম,সেটাও বলে ফেলেন না! দেরি কেনো? ওর এতগুলি কথার পর বুঝতে পারলাম,এটাই আমার অপরিচিতা,কিন্তু ও আজকে নিকাব পড়েনি। হিজাব পড়েছে। তাই চিনতে পারিনি। মুখ দিয়ে কিছু বের হচ্ছেনা। শুধু ওর দিকে তাকিয়ে আছি। আমার বউটা অনেক কিউট। সকাল বেলা যে আমার জন্য এরকম একটা সারপ্রাইজ আছে সেটা ভাবিনি!      ____কি!আপনি কি এভাবেই তাইকে থাকবেন? নাকি উঠেবেন। জলদি উঠে ফ্রেশ হোন।(তাফা) ____তুমি আজকে নিকাব পরোনি যে! ____আপনি তো আমার বর!আপনার সামনে নিকাব পড়তে হবে কেনো?(তাফা) বলে.....একটা হাসি দিয়ে চলে গেলো। এই প্রথম ওর হাসি দেখলাম। আর সেটা আমাকে রীতিমতো পাগল করে দিয়েছে। আর দেরি করলাম না। জলদি বিছানা ছেড়ে ফ্রেশ হতে চললাম। তাফা,,, তাফা! কই তুমি?........ "এইতো কিচেনে,কি হোয়েছে..... তাফা কিচ...