Written by Fatema
.
.
.
.
ফ্রেস হয়ে বের হয়ে দেখি টি টেবিলের উপর খাবার রেখে সে সোফায় হেলান দিয়ে বসে আছে।
.
.
.
.
ফ্রেস হয়ে বের হয়ে দেখি টি টেবিলের উপর খাবার রেখে সে সোফায় হেলান দিয়ে বসে আছে।
চুল মুছতে মুছতে বের হলাম।
হঠাৎ ই............
আরে ধুর কিছু হয়নি, কি জানি একটা শয়তানি বুদ্ধি মনে পরেছিল আবার ভুলে খেয়ে ফেলেছি।
আরে ধুর কিছু হয়নি, কি জানি একটা শয়তানি বুদ্ধি মনে পরেছিল আবার ভুলে খেয়ে ফেলেছি।
আড় চোখে দেখেছিলাম কিভাবে যেন তাকিয়ে দেখছে আর এক গালের সেই টেডি স্মাইল দিচ্ছে।
কি যে ভাবে কে জানে।
কি যে ভাবে কে জানে।
এগিয়ে গিয়ে টাওয়াল টা চেয়ারে মেলে দিচ্ছি আর পিছনে শুনলাম কার সাথে জানি ফোনে কথা বললো।
"হুম কাজ কি কমপ্লিট।
Ok fine. Stay here. "
"হুম কাজ কি কমপ্লিট।
Ok fine. Stay here. "
কার সাথে কথা বললো।
কোনো মেয়ে নাতো।
থাকুক মেয়ে তাতে আমার কি। এমন চকলেট বয়ের তো এমন থাকতেই পারে।
কোনো মেয়ে নাতো।
থাকুক মেয়ে তাতে আমার কি। এমন চকলেট বয়ের তো এমন থাকতেই পারে।
ভাবতে ভাবতে গিয়ে বেডে বসে পড়লাম।
-- কিগো সোনা পাখি ওখানে বসলে কেনো।
খাবে এসো এখানে।
খাবে এসো এখানে।
-- খাবো না আমি ঘুমাবো।
-- ভালো ভাবে বলছি খেতে চলে আসো।
-- হুহহ কে শুনছে আপনার কথা।
পারেন তো খালি চর - থাপ্পড় মারতে।
খাবো না আমি এটাই ফাইনাল।
পারেন তো খালি চর - থাপ্পড় মারতে।
খাবো না আমি এটাই ফাইনাল।
আরিয়ান এগিয়ে এসে সাবিয়ার সামনে হাটু গেড়ে বসে সাবিয়ার দু হাত নিজের মুঠোই নিয়ে,
-- দেখো তখনকার পরিস্থিতি আলাদা ছিল।
আমি অনেক ভয় পেয়ে গেছিলাম।
আর জন্য সরি।
তুমি কি এখনো আমার উপর রাগ করে থাকবে।
প্লিজ রাগ করো না।
আমি অনেক ভয় পেয়ে গেছিলাম।
আর জন্য সরি।
তুমি কি এখনো আমার উপর রাগ করে থাকবে।
প্লিজ রাগ করো না।
-- (হাত ছাড়িয়ে নিয়ে) উফফ যান তো। অনেক হয়েছে আর না। আমি এখন ঘুমাবো, এত কথা ভালো লাগছে না।
-- খাবে না তো।
-- না খাবো না।
-- are u sure.....
-- yes, I'm.....
-- ok fine
এই বলে খাবারের প্লেট টা হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো।
এই বলে খাবারের প্লেট টা হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো।
হাসবো না কাঁদব বুঝতে পারছিনা।
আমার সামনে এসে নিজেই খাওয়া শুরু করলো।
যেভাবে এসেছিল, আমিতো ভাবলাম আমাকে হয়তো জোড় করেই খাইয়ে দিবে।
বজ্জাত ডেভিল
খাবোই না হুহহ.......
আমার সামনে এসে নিজেই খাওয়া শুরু করলো।
যেভাবে এসেছিল, আমিতো ভাবলাম আমাকে হয়তো জোড় করেই খাইয়ে দিবে।
বজ্জাত ডেভিল
খাবোই না হুহহ.......
মুখ ঘুরিয়ে উল্টো দিকে শুয়ে পড়লাম।
সে খাচ্ছে আর লোভ লাগানোর মতো কথা বলেই যাচ্ছে।
সে খাচ্ছে আর লোভ লাগানোর মতো কথা বলেই যাচ্ছে।
উফফফ কি যে করি, খুদাও লেগেছে। খাবারের যে সুঘ্রাণ বের হয়েছে।
উঠে বসে পড়লাম।
-- কি হলো, মহারাণীরর কি ঘুম উবে গেলো।
-- মোটেই না, আর আপনাকে বলতে যাবো কেনো।
-- তাহলে ওমন পেটে হাত দিয়ে বসে আছো কেন
-- উফফফ থামবেন আপনি।
-- উফফফ চিংড়ি মাছের ভুনা টা না সেই হইছে উমমম.......
-- বেশি বেশি হচ্ছে কিন্তু
-- ওকে বলবো না কিছু
খাবারটা এখানে রেখে গেলাম।
-- আমি কি আপনার এঁটো করা টা খাবো নাকি।
-- এমা আমি কি তোমাকে খেতে বলেছি নাকি।
তুমি তো বললে খাবে না।
তুমি তো বললে খাবে না।
আর এঁটো খেলে মহব্বত বাড়বে
চাইলে খেতেই পারো।
চাইলে খেতেই পারো।
এই বলে ওয়াশরুমে ঢুকে গেলো প্লেট টা রেখে।
হাত ধুয়ে বের হয়ে আমার দিকে তাকিয়ে হাসছে।
হাসবেই বা না কেনো আমি যে তার এঁটো টাই হালুম হালুম করে খেয়ে নিচ্ছি।
কি করবো এত খুদা লেগেছে।
এক প্লেটেই খাবার এনেছিল, না পেরে এখান থেকেই খেতে হলো।
ডেভিল কোথাকার। কি মজা পায় আমার সাথে এমন করে।
এক প্লেটেই খাবার এনেছিল, না পেরে এখান থেকেই খেতে হলো।
ডেভিল কোথাকার। কি মজা পায় আমার সাথে এমন করে।
তাকে দেখে উলটো দিকে ফিরে গেলাম প্লেট নিয়ে।
"পাগলি একটা " এই বলে রুমে থেকে বের হয়ে গেলো।
মুখে খাবার নিয়ে থমকে বসে আছি।
কানে যেন কথা টা বারবার রিপিট হচ্ছে - "পাগলি একটা"
একটা অজানা অনুভূতি।
কানে যেন কথা টা বারবার রিপিট হচ্ছে - "পাগলি একটা"
একটা অজানা অনুভূতি।
ধুর আগে খেয়ে নেই।
খেয়ে গিয়ে শুয়ে পড়েছি।
.
.
.
উফফফ বাবা এত রাতে ঘুম ভাঙায় কে বে
.
.
.
উফফফ বাবা এত রাতে ঘুম ভাঙায় কে বে
-- আরে উঠো না
-- আরে ধুরর বাবা রাত ১২ টা বাজে এখন কেন আমারে ঘুমের গুষ্টির পিন্ডি চটকাচ্ছেন।
-- এই আমি তোমার বাবা না। আর এসব কি ধরনের কথা হ্যাহহহ
উঠতে বলছি উঠো।
-- পারবো না সরেন তো
-- ওকে উঠতে হবে না
-- আরে নামান বলছি আমাকে।
এভাবে কোলে তোলে নিয়েছেন কেনো।
এভাবে কোলে তোলে নিয়েছেন কেনো।
আল্লাহ দড়ি ফালাও আমিওই উপরে উঠে যাই।
-- হিসসস একদম চুপ
-- করবো না চুপ
-- তাহলে কিন্তু
-- কিন্তু কি হ্যাহহহ
-- কিসি করে দেবো
--
-- গুড গার্ল। চুপ থাকো এমন।
ছাদে গিয়ে নামালো আমায়।
-- give ur hand my lady.....
আমি কথা না বাড়িয়ে তার হাতে হাত রাখলাম। জানি বেশি কথা বললে খবর করে দিতে পারে।
ছাদের রেলিং এর কাছে নিয়ে দাড় করালো।
-- সাবিয়া একটা জিনিস দেখাবো দেখবে (শান্ত ভাবে)
-- (হ্যা,না কিছুই বললাম না)
-- নিরবতা সম্মতির লক্ষণ।
দেখছি কিন্তু তাকাচ্ছি না।
এমনিতেই চোখে হাজার কেজি ঘুম, তার উপর মাঝ রাতে টেনে নিয়ে এসে জিজ্ঞেস করে দেখবো কিনা
এমনিতেই চোখে হাজার কেজি ঘুম, তার উপর মাঝ রাতে টেনে নিয়ে এসে জিজ্ঞেস করে দেখবো কিনা
সাধেই কি বলি ডেভিল।
পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করলো।।
মাত্র কয়েক সেকেন্ড।
মাত্র কয়েক সেকেন্ড।
-- সাবিয়া নূর
এভাবে পুরো নাম ধরে আগে ডাকেনি তাই কিছু টা অবাক হয়েই তার দিকে তাকালাম।
-- উঁহু আমার দিকে না, সামনের দিকে তাকাও।
সামনে দিকে তাকিয়ে আমি আরো বেশি করে অবাক হলাম।
চোখে ঘুম হাওয়ায় উড়ে গেলো।
অনেক অনেক ফানুশ।
অনেক অনেক ফানুশ।
আস্তে করে সে কানের কাছে ফিসফিস করে বললো "এটা আমাদের বিয়ে উপলক্ষে ছোট্ট একটা উপহার। শুধু তোমার জন্য From ur so called #Devil_Husband
To be continue........

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন