সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Devil_Husband(part_18)

Written by Fatema
.
.
.
আমি আর সাজলাম ই না।
ড্রেসিংটেবিল এর সামনে থেকে উঠে চলে গেলাম বারান্দায়।
আমি যে রুমে ছিলাম তার থেকে এই রুমের বারান্দাটা আরো বেশি সুন্দর।
সবে মাত্র সূর্যোদয় হচ্ছে।
এই সময় টা আমার খুব ভালো লাগে।
হালকা হালকা শীতের আমেজ আর হালকা রোদের আলো সেইই একটা অনুভূতি। 
বজ্জাত সাদা হনুমান, লেজকাটা টিকটিকি, খবিশ মার্কা ডেভিল, চাশমিশ বান্দর..... না থুড়ি সে তো চশমা পড়েনা তাহলে চাশমিশ বলা যাবে না।
ধুররর ভাল্লাগেনা.... আমার লাইফে যেদিন থেকে আসছে সেদিন থেকেই আমার কপালে কচু থুক্কু কি বলি কচু হবে কেন, একটা বড় বাশ।
কিভাবে কি করে বিয়ে করে ফেললো। আব্বু আম্মুকেও convenes করে ফেলছে ধুরর..........
মাঝে মাঝে ইচ্ছে করে কাচ্চা চাবাই খাই।
নাহ কাচা খেলে পেট খারাপ হবে।
একে টিক্কা কাবাব বানিয়ে খাওয়া উচিৎ। (রেসিপি কেও জানলে একটু বলে দিয়েন )
হালকা বাতাসে শরীর কাটা দিচ্ছে।
বাপরে এত ভোরে কেও গোসল করে।
কিভাবে আমাকে চুবানি দিলো 
সুযোগ আসুক আমিও ছাড়বো না।
কোন একসময়ের ক্রাশ এখন বর্তমানের বাঁশ। 
আইডিয়া, বাহির থেকে বাথরুমের ডোর লক করে দিবো।
হিহিহিহি...পরে বুঝবা বাচ্চু কত ধানে কত চিড়া 
গুটিগুটি পায়ে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছি।
হঠাৎ ই আমার পা থমকে গেলো, চোখ গুলো আটকে গেলো সামনের দিকে তাকিয়ে।
ওভাবেই দাঁড়িয়ে আছি।
যখন কানের কাছে এসে বললো "ইসসস আমার বউটাও দেখি লুচু, ohh sorry mistake লুচি হবে। কিভাবে আমার দিকে নজর দিচ্ছে "
কথায় যেনো হুস ফিরলো,
-- Aaaa.aa.......(উলটোদিক এ ফিরে)
ছিঃ ছিঃ ছিঃ আপনার তো একটু ও লজ্জা শরম নেই এভাবে কেও টাওয়াল পড়ে, গায়ে কাপড় না পড়ে বের হয় 
-- ছেলেরা লজ্জা পাবে কেনো। এটা তো তোমরা পাবে।
আর এখানে লজ্জার কি হলো হুম, আমিতো আমার বউয়ের সামনেই আছি।
আমাকে তুমি দেখবে তোমাকে আমি দেখবো
-- ইইইইইইইই.......
আপনি আসলেই একটা লুচু।
লুচু.ডেভিল 
-- তাইইইইইই.....
I've noooo problem.
লুচুগিরী তাহলে তো একটু ফলাতেই হয়।
এই বলে আমার সামনে এসে কোমর জড়িয়ে কাছে নিয়ে নেয়।
চোখ তো অফ ছিল এখন ইয়া বড় হয়ে খুলে গেছে এর কান্ড দেখে। আমার দুহাত তার বাহুর উপর, তার এক হাত আমার কোমর এ আরেক হাত আমার পিঠে।
লেহেঙ্গা পড়া ছিল যে কারনে পিঠের সাইড অনেক টাই ফাকা শুধু ফিতা।
উরনা টা শাড়ি সিস্টেম এ আচল করে দেওয়া।
শাওয়ার নেওয়ার জন্য আরিয়ান এর হাত অনেক ঠাণ্ডা ছিল।
এমনকি আমি যে তার বাহুতে হাত রেখেছি সেখানেও একি অবস্থা।
আমার মনে হয় আমি ফ্রিজ হয়ে যাচ্ছি ওর গায়ের ঠাণ্ডা স্পর্শে।
গভীর নয়নে দৃষ্টি নিক্ষেপে আমি জড়জড়িত।
এখন শুধু শেষ হওয়ার পালা।
ঠান্ডা দেহে এত কাছে আর এভাবে স্পর্শের জন্য আমার গায়ে যেন কাটা দিচ্ছি।
আমার কপালে কপাল ঠেকালো আর নাকের উপর নাক ঘষছে আর বলছে,
-- আমি লুচু তাই না
গরম নিশ্বাস যেন জড়িয়ে নিচ্ছে আমায়।
-- প্লিজ ছাড়ুন আমায় (আস্তে করে)
-- নাহ ছাড়বো না। ছাড়ার জন্য তো ধরিনি।
দুজনের ভয়েজ টা এতই আস্তে ছিল যে এই দুইজন ব্যতিত আর কেও শুনবে না।
কিন্তু এমন আস্তে আস্তে কথা বলায় আমার তো এবার হার্ট এটাক ও হতে পারে।
-- কি হলো সোনা পাখি হার্ট বিট বেড়ে গেছে হুম 
-- ছাড়ুন বলছি নয়তো ভালো হবে না।
-- আর কি খারাপ করবে তুমি হুম।
ঠোটের দিকে দেখি তার চোখ আটকে আছে।
-- ভালো হয়েছে তুমি সাজো নি।
নয়তো এখন সব আমার পেটে যেতে পারতো।
উফফ আমার বউটা কত বুঝদার 
.
.
কি ভাবছেন হ্যা এটা কেনো বললো ?
বলবেই তো..... হতচ্ছাড়া, বজ্জাত, চাশমিশ বান্দর, লেজকাটা টিকটিকি, #Devil_Husband হঠাৎ করেই kissi করে দিলো 
রাগ যা হচ্ছে না।
-- আউচ......
ওরে মারে উফফফ এটা কি করলে তুমি হুহহ.....
-- পায়ে পারা দিয়েছি বেশ করেছি।
(ঠোট ডলতে ডলতে) আপনি আমাকে ইয়ে করলেন কেনো হুহ। 
-- কি করলাম হুহহ
-- এই যে এখন করলেন
-- করলাম টা কি বলবে তো
-- ধুরর ভাল্লাগেনা
এই বলে রুম থেকে বের হয়ে গেলাম।
ডেভিল আরিয়ান 
মাথার মধ্যে এসব ঘুরে শুধু
একে তো চিবিয়ে খেতে ইচ্ছে করে।
কবে জানি কামরে দেই হুহহ।
বকবক করতে করতে সোফায় গিয়ে বসলাম।
পাশে এসে আরেকজন বসলো।
ঘুরে তাকিয়ে দেখি রিমি,রেহান ভাইয়ার বউ।
সেইই একটা কিউট মেয়ে।
ইসসস কত শখ ছিল ভাইয়ার বিয়ে হলে রিমিকে ভাবি বলে ডাকবো।
হনুমান টার জন্য আজ সম্পর্ক টাই পালটে গেলো ধুর। 
-- কিগো কি ভাবছো আমার দিকে এভাবে তাকিয়ে (রিমি)
-- উঁহু কুছ নেহি
-- কুছ তো হোতাহ্যায়। মাগার উস ক্যায়া হ্যায় হুম..?
-- বলবো না হুহহ
-- আচ্ছা বলতে হবে না। আজতো বউভাত তো তুমি কি এখানে এভাবে বসে থাকবে।
-- কিসের বউভাত। আমি সুযোগ পেলেই বাসা থেকে পালাবো। তুমি কিন্তু এটা কাউকে বলবে না কেমন।
আমি না পালালে এই ডেভিলের হাত থেকে রক্ষা পাবো না।
-- ডেভিল......?
সে আবার কে.....? 
-- কি আর হবে তোমার গুণধর দেবর
-- হাহহাহাহা......
-- তুমি হাসছো 
ধুর আমি থাকবোই না এখানে।
"কি হয়েছে হুম, দুই জন সকাল সকাল এক সাথে আড্ডা দেওয়া হচ্ছে "
-- দেখো না আন্টি তোমার বড় ছেলের বউ আমাকে নিয়ে হাসছে 
-- কি আম্মিজি তুমি এখনো আমাকে আন্টিওই ডাকবে হুম।
তুমি আমার মেয়ে হলে আমি তোমার মা হই তাইতো তাহলে কি আন্টি বলা খাটে বলো।
আমার দুই গালে হাত রেখে কথা গুলো বললো।
গাল থেকে হাত সরিয়ে "সে যাই হোক,আমি আর থাকবো না এই বাড়ি। তাছাড়া আমার ভার্সিটির ছুটি ও ফুরিয়ে আসছে। " এইটা বলতে বলতে গিয়ে আবার সোফায় বসলাম।
"কে কোথায় যাবে শুনি"
এই কথা শুনে তাকিয়ে দেখি আরিয়ান শিরি দিয়ে নিচে নামছে শার্টের হাতা ফোল্ড করতে করতে।
ব্লাক জিন্স,লাইট ব্লু শার্ট, চুলগুলো স্পাইক ছাড়াই শজারুর মতো খাড়া খাড়া।
সকাল সকাল ছোটখাটো একটা ক্রাস খেলাম।
বড় ক্রাশ আমার জন্য প্রযোজ্য নয়, তাহলে পেট খারাপ হতে পারে 
রিমি আর আমি দুইজনেই দাঁড়িয়ে গেলাম।
এসে আমার পাশে দাঁড়ায় পকেটে দুইহাত হাফ হাফ ঢুকিয়ে,মাথা টা হালকা কাত করে আমার দিকে তাকিয়ে।
what a style..... 
But আমার irritation হচ্ছে এভাবে তাকানোতে।
-- কে কোথায় যাবে জানি বলেছিলে।
আমি ছুটে আন্টি মানে শাশুড়ির কাছে গিয়ে জড়িয়ে ধরে "আন্টি আমার খুধা লেগেছে খুব, আমাকে কি খেতে দেবে কিছু"
সবাই যেন অবাক হলো।
কিন্তু অবাক হওয়ার মত তো আমি কিছু বলিনি।
ধুরর দেবে না খেতে আমি নিজে গিয়েই খাবার টেবিলে বসে পড়েছি।
কোনো খাবার নেই হুহ, ফলের ঝুরি থেকে একটা আপেল নিয়ে খাওয়া শুরু করেছি।
আবার কামড় বসাতে যাবো ঠিক তখনি
হাত থেকে খপ করে নিয়ে গেলো।
-- আব্বে কেরে 
-- আমি সোনা পাখি।
একা একা খাওয়া ভালো না বুঝলে।
-- তো কি হয়েছে।
আপনি খাবেন তো আস্তো আস্তো এখানে অনেক ফল আছে, ওগুলো না নিয়ে আমার অর্ধেক খাওয়াটা নিলেন কেন।
-- কারন তোমার সব জিনিসেই যে আমার ফিফটি পার্সেন্ট শেয়ার আছে 
আর কিছু বলার আগেই একটা চোখ মেরে চলে গেলো।
আমাকে চোখ মারা তাই না।
তোমার খবর আছে #Devil_Husband........
তুমি ডেভিল হলে আমিও তোমার wife 
To be continue.........

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ ভালোবাসা(পর্ব ০৯)

RM ,,পূর্ববর্তী পার্ট গুলি পেতে অমার টাইমলাইন  ভিজিট করুন,, কতক্ষণ ঘুমিয়ে ছিলাম সেটা মনে নেই। চোখ খোলে যখন মাথার পেছনে সজোরে এক থাপ্পর খাই। ঘুম ঘুম চোখে চারদিকে তাকিয়ে দেখি যে কে আমাকে চড়টা মারল। আমি দেখলাম যে আমি উঠানের মাটিতে পড়ে আছি, পায়ের কাছে মাটিতে সুব্রত পড়ে আছে। আমি ওপর দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করি যে কে আমাকে চড়টা মারল, আমি অবাক হয়ে দেখি যে ইন্দ্রানি মাসি আমাদের দিকে কটমট করে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠেন “শুয়োর গুলো এখানে শুয়ে? আর আমারা তোদের দু’জনকে সারা বাড়িতে হন্যে হয়ে খুঁজছি। তোদের কি কোন বোধ বুদ্ধি নেই?” আমি সুব্রতর কাঁধ ঝাঁকিয়ে উঠিয়ে দিলাম, সুব্রত আর আমি দুজনেই উঠে পড়লাম মাটি থেকে। আমি কাতর চোখে ইন্দ্রানি মাসির দিকে চেয়ে বললাম “সরি মাসি। ভুল হয়ে গেছে, কাল রাতে একটু বেশি হয়ে গেছিল।” চেয়ারের ওপরে মদের বোতল আর গ্লাসের দিকে ইন্দ্রানি মাসির চোখ পড়ে যায়, তাড়াতাড়ি করে চেয়ারের ওপরে নিজের শাল ফেলে দিয়ে ঢেকে দেয় গ্লাস আর বোতল। ঠিক সেই সময়ে পেছন থেকে অনেক গুলো পায়ের আওয়াজ পাই। মাসি সবাই কে বলে “এই ছেলে দুটো সারা রাত...

নিষিদ্ধ ভালোবাসা(শেষ পর্ব)

RM কিছুদূর যেতেই  একটি জায়গায় গাড়ি দাঁড় করায় বল্বিন্দার, বলল যে গাড়িতে তেল ভরতে হবে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে পরীর ঘুম ভেঙে যায়, আমার দিকে তাকিয়ে বলে “কতক্ষণ ঘুমিয়েছি আমি?” আমি বললাম “বেশীক্ষণ ঘুময়নি তুমি” “আমরা থামলাম কেন?” “তেল ভরার জন্য।” “আর কত দেরি পৌঁছতে?” আমি পেট্রল পাম্পের লোকটাকে জিজ্ঞেস করলাম যে জিওরি থেকে চিতকুল কতক্ষণ লাগবে পৌঁছতে। লোকটা আমায় জানাল যে আরও ঘন্টা চারেকের রস্তা বাকি। লোকটা আরও জানাল যে কারছাম ব্রিজের পরে রাস্তা খুব খারাপ। বল্বিন্দার আমাকে বলল যে ও রাস্তা জানে, কোন চিন্তা করতে বারণ করল আমাকে। পরী হিন্দি বিশেষ ভালো করে বোঝেনা তাই আমাকে জিজ্ঞেস করে যে বল্বিন্দার কি বলল। আমি রাস্তার কথাটা চেপে গেলাম, জানালাম যে কোন কিছুর জন্য চিন্তা না করতে। ঘড়ির দিকে তাকালাম, আড়াইটে বাজে তখন, তারমানে চিতকুল পৌঁছতে সন্ধ্যে হয়ে যাবে। একে শীতকাল তায় আবার পাহাড়, এখানে রাত সমতলের চেয়ে একটু তাড়াতাড়ি নামে। জিওরি ছাড়ার কিছু পরেই পরী বলল যে ও আর ঘুমোতে চায় না, বাইরের দৃশ্য দেখবে। আমি বললাম ঠিক আছে। কিছু পরেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে। যখন আ...

"এক অপরিচিতা"(পর্ব: ছয়)

লেখক:আসিফ ইকবাল! "আগের পর্ব গুলো আমার টাইমলাইনে বিদ্যমান" পঞ্চম পর্বের পর থেকে..... ___আরে বাহ, আপনি নিজের বউ কেই চিনতে পারছেন না!       এবার তো বলবেন গতকাল আপনি আমাকে বিয়েই করেন              নি। হম,সেটাও বলে ফেলেন না! দেরি কেনো? ওর এতগুলি কথার পর বুঝতে পারলাম,এটাই আমার অপরিচিতা,কিন্তু ও আজকে নিকাব পড়েনি। হিজাব পড়েছে। তাই চিনতে পারিনি। মুখ দিয়ে কিছু বের হচ্ছেনা। শুধু ওর দিকে তাকিয়ে আছি। আমার বউটা অনেক কিউট। সকাল বেলা যে আমার জন্য এরকম একটা সারপ্রাইজ আছে সেটা ভাবিনি!      ____কি!আপনি কি এভাবেই তাইকে থাকবেন? নাকি উঠেবেন। জলদি উঠে ফ্রেশ হোন।(তাফা) ____তুমি আজকে নিকাব পরোনি যে! ____আপনি তো আমার বর!আপনার সামনে নিকাব পড়তে হবে কেনো?(তাফা) বলে.....একটা হাসি দিয়ে চলে গেলো। এই প্রথম ওর হাসি দেখলাম। আর সেটা আমাকে রীতিমতো পাগল করে দিয়েছে। আর দেরি করলাম না। জলদি বিছানা ছেড়ে ফ্রেশ হতে চললাম। তাফা,,, তাফা! কই তুমি?........ "এইতো কিচেনে,কি হোয়েছে..... তাফা কিচ...