Written by Fatema
.
.
.
আমি আর সাজলাম ই না।
ড্রেসিংটেবিল এর সামনে থেকে উঠে চলে গেলাম বারান্দায়।
.
.
.
আমি আর সাজলাম ই না।
ড্রেসিংটেবিল এর সামনে থেকে উঠে চলে গেলাম বারান্দায়।
আমি যে রুমে ছিলাম তার থেকে এই রুমের বারান্দাটা আরো বেশি সুন্দর।
সবে মাত্র সূর্যোদয় হচ্ছে।
এই সময় টা আমার খুব ভালো লাগে।
হালকা হালকা শীতের আমেজ আর হালকা রোদের আলো সেইই একটা অনুভূতি।
এই সময় টা আমার খুব ভালো লাগে।
হালকা হালকা শীতের আমেজ আর হালকা রোদের আলো সেইই একটা অনুভূতি।
বজ্জাত সাদা হনুমান, লেজকাটা টিকটিকি, খবিশ মার্কা ডেভিল, চাশমিশ বান্দর..... না থুড়ি সে তো চশমা পড়েনা তাহলে চাশমিশ বলা যাবে না।
ধুররর ভাল্লাগেনা.... আমার লাইফে যেদিন থেকে আসছে সেদিন থেকেই আমার কপালে কচু থুক্কু কি বলি কচু হবে কেন, একটা বড় বাশ।
কিভাবে কি করে বিয়ে করে ফেললো। আব্বু আম্মুকেও convenes করে ফেলছে ধুরর..........
মাঝে মাঝে ইচ্ছে করে কাচ্চা চাবাই খাই।
নাহ কাচা খেলে পেট খারাপ হবে।
একে টিক্কা কাবাব বানিয়ে খাওয়া উচিৎ। (রেসিপি কেও জানলে একটু বলে দিয়েন )
নাহ কাচা খেলে পেট খারাপ হবে।
একে টিক্কা কাবাব বানিয়ে খাওয়া উচিৎ। (রেসিপি কেও জানলে একটু বলে দিয়েন )
হালকা বাতাসে শরীর কাটা দিচ্ছে।
বাপরে এত ভোরে কেও গোসল করে।
কিভাবে আমাকে চুবানি দিলো
সুযোগ আসুক আমিও ছাড়বো না।
কোন একসময়ের ক্রাশ এখন বর্তমানের বাঁশ।
বাপরে এত ভোরে কেও গোসল করে।
কিভাবে আমাকে চুবানি দিলো
সুযোগ আসুক আমিও ছাড়বো না।
কোন একসময়ের ক্রাশ এখন বর্তমানের বাঁশ।
আইডিয়া, বাহির থেকে বাথরুমের ডোর লক করে দিবো।
হিহিহিহি...পরে বুঝবা বাচ্চু কত ধানে কত চিড়া
হিহিহিহি...পরে বুঝবা বাচ্চু কত ধানে কত চিড়া
গুটিগুটি পায়ে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছি।
হঠাৎ ই আমার পা থমকে গেলো, চোখ গুলো আটকে গেলো সামনের দিকে তাকিয়ে।
হঠাৎ ই আমার পা থমকে গেলো, চোখ গুলো আটকে গেলো সামনের দিকে তাকিয়ে।
ওভাবেই দাঁড়িয়ে আছি।
যখন কানের কাছে এসে বললো "ইসসস আমার বউটাও দেখি লুচু, ohh sorry mistake লুচি হবে। কিভাবে আমার দিকে নজর দিচ্ছে "
যখন কানের কাছে এসে বললো "ইসসস আমার বউটাও দেখি লুচু, ohh sorry mistake লুচি হবে। কিভাবে আমার দিকে নজর দিচ্ছে "
কথায় যেনো হুস ফিরলো,
-- Aaaa.aa.......(উলটোদিক এ ফিরে)
ছিঃ ছিঃ ছিঃ আপনার তো একটু ও লজ্জা শরম নেই এভাবে কেও টাওয়াল পড়ে, গায়ে কাপড় না পড়ে বের হয়
ছিঃ ছিঃ ছিঃ আপনার তো একটু ও লজ্জা শরম নেই এভাবে কেও টাওয়াল পড়ে, গায়ে কাপড় না পড়ে বের হয়
-- ছেলেরা লজ্জা পাবে কেনো। এটা তো তোমরা পাবে।
আর এখানে লজ্জার কি হলো হুম, আমিতো আমার বউয়ের সামনেই আছি।
আমাকে তুমি দেখবে তোমাকে আমি দেখবো
আর এখানে লজ্জার কি হলো হুম, আমিতো আমার বউয়ের সামনেই আছি।
আমাকে তুমি দেখবে তোমাকে আমি দেখবো
-- ইইইইইইইই.......
আপনি আসলেই একটা লুচু।
লুচু.ডেভিল
লুচু.ডেভিল
-- তাইইইইইই.....
I've noooo problem.
লুচুগিরী তাহলে তো একটু ফলাতেই হয়।
I've noooo problem.
লুচুগিরী তাহলে তো একটু ফলাতেই হয়।
এই বলে আমার সামনে এসে কোমর জড়িয়ে কাছে নিয়ে নেয়।
চোখ তো অফ ছিল এখন ইয়া বড় হয়ে খুলে গেছে এর কান্ড দেখে। আমার দুহাত তার বাহুর উপর, তার এক হাত আমার কোমর এ আরেক হাত আমার পিঠে।
লেহেঙ্গা পড়া ছিল যে কারনে পিঠের সাইড অনেক টাই ফাকা শুধু ফিতা।
উরনা টা শাড়ি সিস্টেম এ আচল করে দেওয়া।
চোখ তো অফ ছিল এখন ইয়া বড় হয়ে খুলে গেছে এর কান্ড দেখে। আমার দুহাত তার বাহুর উপর, তার এক হাত আমার কোমর এ আরেক হাত আমার পিঠে।
লেহেঙ্গা পড়া ছিল যে কারনে পিঠের সাইড অনেক টাই ফাকা শুধু ফিতা।
উরনা টা শাড়ি সিস্টেম এ আচল করে দেওয়া।
শাওয়ার নেওয়ার জন্য আরিয়ান এর হাত অনেক ঠাণ্ডা ছিল।
এমনকি আমি যে তার বাহুতে হাত রেখেছি সেখানেও একি অবস্থা।
আমার মনে হয় আমি ফ্রিজ হয়ে যাচ্ছি ওর গায়ের ঠাণ্ডা স্পর্শে।
গভীর নয়নে দৃষ্টি নিক্ষেপে আমি জড়জড়িত।
এখন শুধু শেষ হওয়ার পালা।
ঠান্ডা দেহে এত কাছে আর এভাবে স্পর্শের জন্য আমার গায়ে যেন কাটা দিচ্ছি।
আমার কপালে কপাল ঠেকালো আর নাকের উপর নাক ঘষছে আর বলছে,
-- আমি লুচু তাই না
এমনকি আমি যে তার বাহুতে হাত রেখেছি সেখানেও একি অবস্থা।
আমার মনে হয় আমি ফ্রিজ হয়ে যাচ্ছি ওর গায়ের ঠাণ্ডা স্পর্শে।
গভীর নয়নে দৃষ্টি নিক্ষেপে আমি জড়জড়িত।
এখন শুধু শেষ হওয়ার পালা।
ঠান্ডা দেহে এত কাছে আর এভাবে স্পর্শের জন্য আমার গায়ে যেন কাটা দিচ্ছি।
আমার কপালে কপাল ঠেকালো আর নাকের উপর নাক ঘষছে আর বলছে,
-- আমি লুচু তাই না
গরম নিশ্বাস যেন জড়িয়ে নিচ্ছে আমায়।
-- প্লিজ ছাড়ুন আমায় (আস্তে করে)
-- নাহ ছাড়বো না। ছাড়ার জন্য তো ধরিনি।
দুজনের ভয়েজ টা এতই আস্তে ছিল যে এই দুইজন ব্যতিত আর কেও শুনবে না।
কিন্তু এমন আস্তে আস্তে কথা বলায় আমার তো এবার হার্ট এটাক ও হতে পারে।
কিন্তু এমন আস্তে আস্তে কথা বলায় আমার তো এবার হার্ট এটাক ও হতে পারে।
-- কি হলো সোনা পাখি হার্ট বিট বেড়ে গেছে হুম
-- ছাড়ুন বলছি নয়তো ভালো হবে না।
-- আর কি খারাপ করবে তুমি হুম।
ঠোটের দিকে দেখি তার চোখ আটকে আছে।
-- ভালো হয়েছে তুমি সাজো নি।
নয়তো এখন সব আমার পেটে যেতে পারতো।
উফফ আমার বউটা কত বুঝদার
.
.
কি ভাবছেন হ্যা এটা কেনো বললো ?
বলবেই তো..... হতচ্ছাড়া, বজ্জাত, চাশমিশ বান্দর, লেজকাটা টিকটিকি, #Devil_Husband হঠাৎ করেই kissi করে দিলো
নয়তো এখন সব আমার পেটে যেতে পারতো।
উফফ আমার বউটা কত বুঝদার
.
.
কি ভাবছেন হ্যা এটা কেনো বললো ?
বলবেই তো..... হতচ্ছাড়া, বজ্জাত, চাশমিশ বান্দর, লেজকাটা টিকটিকি, #Devil_Husband হঠাৎ করেই kissi করে দিলো
রাগ যা হচ্ছে না।
-- আউচ......
ওরে মারে উফফফ এটা কি করলে তুমি হুহহ.....
ওরে মারে উফফফ এটা কি করলে তুমি হুহহ.....
-- পায়ে পারা দিয়েছি বেশ করেছি।
(ঠোট ডলতে ডলতে) আপনি আমাকে ইয়ে করলেন কেনো হুহ।
(ঠোট ডলতে ডলতে) আপনি আমাকে ইয়ে করলেন কেনো হুহ।
-- কি করলাম হুহহ
-- এই যে এখন করলেন
-- করলাম টা কি বলবে তো
-- ধুরর ভাল্লাগেনা
এই বলে রুম থেকে বের হয়ে গেলাম।
ডেভিল আরিয়ান
মাথার মধ্যে এসব ঘুরে শুধু
একে তো চিবিয়ে খেতে ইচ্ছে করে।
কবে জানি কামরে দেই হুহহ।
মাথার মধ্যে এসব ঘুরে শুধু
একে তো চিবিয়ে খেতে ইচ্ছে করে।
কবে জানি কামরে দেই হুহহ।
বকবক করতে করতে সোফায় গিয়ে বসলাম।
পাশে এসে আরেকজন বসলো।
ঘুরে তাকিয়ে দেখি রিমি,রেহান ভাইয়ার বউ।
সেইই একটা কিউট মেয়ে।
ঘুরে তাকিয়ে দেখি রিমি,রেহান ভাইয়ার বউ।
সেইই একটা কিউট মেয়ে।
ইসসস কত শখ ছিল ভাইয়ার বিয়ে হলে রিমিকে ভাবি বলে ডাকবো।
হনুমান টার জন্য আজ সম্পর্ক টাই পালটে গেলো ধুর।
হনুমান টার জন্য আজ সম্পর্ক টাই পালটে গেলো ধুর।
-- কিগো কি ভাবছো আমার দিকে এভাবে তাকিয়ে (রিমি)
-- উঁহু কুছ নেহি
-- কুছ তো হোতাহ্যায়। মাগার উস ক্যায়া হ্যায় হুম..?
-- বলবো না হুহহ
-- আচ্ছা বলতে হবে না। আজতো বউভাত তো তুমি কি এখানে এভাবে বসে থাকবে।
-- কিসের বউভাত। আমি সুযোগ পেলেই বাসা থেকে পালাবো। তুমি কিন্তু এটা কাউকে বলবে না কেমন।
আমি না পালালে এই ডেভিলের হাত থেকে রক্ষা পাবো না।
আমি না পালালে এই ডেভিলের হাত থেকে রক্ষা পাবো না।
-- ডেভিল......?
সে আবার কে.....?
সে আবার কে.....?
-- কি আর হবে তোমার গুণধর দেবর
-- হাহহাহাহা......
-- তুমি হাসছো
ধুর আমি থাকবোই না এখানে।
ধুর আমি থাকবোই না এখানে।
"কি হয়েছে হুম, দুই জন সকাল সকাল এক সাথে আড্ডা দেওয়া হচ্ছে "
-- দেখো না আন্টি তোমার বড় ছেলের বউ আমাকে নিয়ে হাসছে
-- কি আম্মিজি তুমি এখনো আমাকে আন্টিওই ডাকবে হুম।
তুমি আমার মেয়ে হলে আমি তোমার মা হই তাইতো তাহলে কি আন্টি বলা খাটে বলো।
তুমি আমার মেয়ে হলে আমি তোমার মা হই তাইতো তাহলে কি আন্টি বলা খাটে বলো।
আমার দুই গালে হাত রেখে কথা গুলো বললো।
গাল থেকে হাত সরিয়ে "সে যাই হোক,আমি আর থাকবো না এই বাড়ি। তাছাড়া আমার ভার্সিটির ছুটি ও ফুরিয়ে আসছে। " এইটা বলতে বলতে গিয়ে আবার সোফায় বসলাম।
"কে কোথায় যাবে শুনি"
এই কথা শুনে তাকিয়ে দেখি আরিয়ান শিরি দিয়ে নিচে নামছে শার্টের হাতা ফোল্ড করতে করতে।
ব্লাক জিন্স,লাইট ব্লু শার্ট, চুলগুলো স্পাইক ছাড়াই শজারুর মতো খাড়া খাড়া।
সকাল সকাল ছোটখাটো একটা ক্রাস খেলাম।
বড় ক্রাশ আমার জন্য প্রযোজ্য নয়, তাহলে পেট খারাপ হতে পারে
বড় ক্রাশ আমার জন্য প্রযোজ্য নয়, তাহলে পেট খারাপ হতে পারে
রিমি আর আমি দুইজনেই দাঁড়িয়ে গেলাম।
এসে আমার পাশে দাঁড়ায় পকেটে দুইহাত হাফ হাফ ঢুকিয়ে,মাথা টা হালকা কাত করে আমার দিকে তাকিয়ে।
what a style.....
But আমার irritation হচ্ছে এভাবে তাকানোতে।
-- কে কোথায় যাবে জানি বলেছিলে।
আমি ছুটে আন্টি মানে শাশুড়ির কাছে গিয়ে জড়িয়ে ধরে "আন্টি আমার খুধা লেগেছে খুব, আমাকে কি খেতে দেবে কিছু"
সবাই যেন অবাক হলো।
কিন্তু অবাক হওয়ার মত তো আমি কিছু বলিনি।
কিন্তু অবাক হওয়ার মত তো আমি কিছু বলিনি।
ধুরর দেবে না খেতে আমি নিজে গিয়েই খাবার টেবিলে বসে পড়েছি।
কোনো খাবার নেই হুহ, ফলের ঝুরি থেকে একটা আপেল নিয়ে খাওয়া শুরু করেছি।
কোনো খাবার নেই হুহ, ফলের ঝুরি থেকে একটা আপেল নিয়ে খাওয়া শুরু করেছি।
আবার কামড় বসাতে যাবো ঠিক তখনি
হাত থেকে খপ করে নিয়ে গেলো।
হাত থেকে খপ করে নিয়ে গেলো।
-- আব্বে কেরে
-- আমি সোনা পাখি।
একা একা খাওয়া ভালো না বুঝলে।
একা একা খাওয়া ভালো না বুঝলে।
-- তো কি হয়েছে।
আপনি খাবেন তো আস্তো আস্তো এখানে অনেক ফল আছে, ওগুলো না নিয়ে আমার অর্ধেক খাওয়াটা নিলেন কেন।
আপনি খাবেন তো আস্তো আস্তো এখানে অনেক ফল আছে, ওগুলো না নিয়ে আমার অর্ধেক খাওয়াটা নিলেন কেন।
-- কারন তোমার সব জিনিসেই যে আমার ফিফটি পার্সেন্ট শেয়ার আছে
আর কিছু বলার আগেই একটা চোখ মেরে চলে গেলো।
আমাকে চোখ মারা তাই না।
তোমার খবর আছে #Devil_Husband........
তোমার খবর আছে #Devil_Husband........
তুমি ডেভিল হলে আমিও তোমার wife
To be continue.........

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন