সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"এক অপরিচিতা"(পর্ব:এগারো)

লেখক:আসিফ ইকবাল! দশম পর্বের পর থেকে......... তাফা সারা রাস্তা বেশ ভালই জ্বালিয়েছে। এত বরণ করছি তবুও সারাক্ষণ  জানালা দিয়ে বাহিরে তাকিয়ে ছিল। কখনো আবার জানালা দিয়ে হাত বের করে দিচ্ছে।  ওর মগজ টা একেবারে খাম খেয়ালী বুদ্ধিতে ভরপুর। রাত প্রায় ৭ টাই বাসায় এসে পৌঁছলাম। সারাদিনের লম্বা ভ্রমণে দুজনেই বেশ ক্লান্ত। তাই বাহিরে থেকে রাতের খাবার অর্ডার করলাম। তাফা  সব কিছু গোছাতে বেশ ব্যস্ত। মেয়েতাকে একটুও বুঝিনা। জানিনা ওর বাসা কই। ওর বাবা কে মা কে? যখনই  জিজ্ঞেস করেছি বলে," আমার কেউ নেই। আপনি আর এসব জানতে চাইবেন না প্লিজ" আমিও জোর করিনি। কারণ ওসব নিয়ে আমার কাজ নেই। ওকে খুব ভালোবাসি।  আর এখন থেকে আমিই ওর পরিবার। সোফায় বসে টিভি দেখছিলাম আর এসব ভাবছি।একটু পর tafa এসে বললো..... "আপনি এখানে কেনো! যান ফ্রেশ হয়ে নিন।" "হুম যাচ্ছি,আর শোনো রাত্রে আমি বাহিরে থেকে খাবার অর্ডার করছি।তোমাকে কিছু করতে হবে না!" "হুম" তার পর ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষনের মধ্যে খাবার এসে পড়েছে। যদিও ক্ষুধা নেই। তবুও সামান্য খেলাম। তাফা একবার কিছু বলতে চাইল কিন্তু...

"এক অপরিচিতা"(পর্ব: দশ)

লেখক:আসিফ ইকবাল! নবম পর্বের পর থেকে......... ঠিকঠাক বিয়েটা সম্পূর্ণ হয়ে গেলো।যদিও রাফার বিদায়ী বেলায় চাচীআম্মা, মা , চাচার চোখের দিকে চাওয়া যাচ্ছিল না।কিন্তু তাদের অনেক খুশি মনে হচ্ছে। আর দুঃখী হবার তো কোনো কারণ নেই! আরেকটু সন্ধ্যে ঘনিয়ে আসলে বাড়ি বেশ ফাঁকা hoye গেলো। দূরের আত্মীয়রা যারা ছিল ইতিমধ্যেই চলে গেছেন। তবে কিছু নিকট আত্মীয় এখনো আছেন। এখন বেশ ভালোলাগছে। লোকজনের ভিড় অনেক টা কমে গেছে। সব শেষে রুমে গিয়ে একটু বসলাম। তাফার কথা মনে পড়ছে। ওকে আমি ঠিক ভাবে বুঝতে পারিনা। আমাদের বিয়েটা হইতো একটি অন্য ভাবে হয়েছিলো। কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। আর আমার এরকম বিয়ে কোনো কালেই পছন্দের বিষয় ছিল না। তাফাকে আসলেই আমি বুঝতে পারিনা। আমার মনে হয় না ও আমাকে ভালোবাসে। হম,আমি ওকে বিয়ে করেছি এটা ঠিক। আমার বউ হিসেবে ও ওর সব দায়িত্ব পালন করে। তবে বার বার মনে হয় ও হইতো বিয়ে রাজি ছিল না। আর আমাকে বাধাও তো দিল না। দিবেই বা কি করে! ওর তো যাবার কোনো জায়গা নেই। চেনাজানা বলতে শুধু আমিই। তাই হইতো আমাদের বিয়েটা জোর করে মেনে নিয়েছে..... এসবই ভাবছিলাম! কিছুক্ষণ পর মা আমার রুমে ...

"এক অপরিচিতা"( পর্ব: নয়)

লেখক:আসিফ ইকবাল! অষ্টম পর্বের পর থেকে......... কিছুক্ষন পর  মুহি আমার দিকে এগিয়ে আসলো।  দেখলাম, তাফা অন্য দিকে মুখ ঘুরলো।  বেপারটা খুব বুঝতে পারছি......... -----তুমি এখানে কেন?(মুহি) -----কেন আমি আসতে পারিনা? -----নাহ, পারোনা।(মুহি) -----ow,আসলে আমি তাফাকে নিতে আসলাম।মা ওকে ডাকছে।(একটু মিথ্যে) আর কিছু বললাম না। তাফার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসলাম। তার পর রুমের দরজা বন্ধ করে দিলাম। ___এটা কি করছেন আপনি?(তাফা) ___দেখতেই তো পাচ্ছো... ___দরজা খুলুন বলছি, আমাকে যেতে দিন। অনেক রাত হয়েছে।(তাফা) ___হম,অবশ্যই যাবে তুমি.... তারপর ওকে ঘাটে বসিয়ে দিয়ে ওর সামনে বসলাম। বউটা আমার মনে হয় খুব রেগে আছে। বার বার আমার দিক থেকে মুখ সরিয়ে নিচ্ছে। আমি ওর সামনে বসে আছি,কিন্তু ও অন্য দিকে মুখ ঘুরে আছে....  ওর হাত দুটো আমার হাতের মধ্যে নিয়ে একটা চুমু দিলাম।  হাহা, বেশ ছোটো ছোটো হাত দুটো। ও কিছু বলছে না। অন্য দিকে মুখ ঘুরে আছে। ___তাফা, তোমার হাত গুলো এত ছোট কেনো?😀 ___আপনিই তো বলেন আমি picci,তাই হইতো।(তাফা) ___হম, তুমি আমার picci বউ; ___নাহ! ___কি...

"এক অপরিচিতা"( পর্ব: আট)

লেখক:আসিফ ইকবাল! সপ্তম পর্বের পর থেকে......... মাথায় নানা ভাবনা ঘুরপাক খাচ্ছে।  ঘুম ও আসছে না।  কিন্তু তাফা ঠিকই ঘুমিয়ে আছে। আর আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি।  শেষ রাতে হইতো ঘুমিয়ে পড়েছি। সকালে তাফার ডাকে ঘুম ভাঙ্গলো।উঠে দেখি ও না! আমি ওর ঘাড়ে মাঠে দিয়ে আছি..... ওর দিকে তাকিয়ে দেখি পুরাই রেগে আছে..... ___আপনি এটা কি করেছেন, আমার ভারী লাগছেছিল না বুঝি? আর সেই কখন থেকে ডাকছি, উঠছেনো না। আর বলছিনা আপনাকে ,আমার কাছে না আসতে......(তাফা) ___দুঃখিত, এর পর থেকে হবে না....(সারারাত যে ও আমার কাঁধে শুয়ে ছিল, সেটা?!) ___হম,,আর না হলেই ভালো। আর আপনি এমনভাবে চোখ বন্ধ করে আছেন কেনো। যান চোখে পানি দিয়ে আসুন(তাফা) ___হম.. কিছুক্ষনের মধ্যে ট্রেইন স্টেশনে থামলো। আমরা নেমে পরলাম। এত সময়ের চাপায় সবকিছু বদলে গেছে। আমার চাচাত ভাই নিথিন আমাদের নিতে আসছে... এখন হইতো এখানকার রাস্তা ঘাট ও ঠিক ভাবে চিনতে পারতাম না।   ও এসে ভালো হয়েছে।  আমার সাথে তাফা কে দেখে ও একটু শঙ্কিত। শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেললো.. "ভাইয়া তোমার সাথে উনি কে!" "কেউ একজন!বাসা...

"এক অপরিচিতা" (পর্ব: সাত)

লেখক:আসিফ ইকবাল! ষষ্ট পর্বের পর থেকে..... আজ আগেভাগে আমাকে বাসায় দেখে তাফা একটু অবাক হলো। তা বেশ বুঝতে পারছি। "কি হলো তুমি এভাবে তাকিয়ে আছো কেনো?"......... ___এমনে তো ৭ টার আগে বাসায় আসেন না। তো আজ কি হলো huh?(তাফা) ___কেনো!!আমিকি আসতে পারিনা? ___হম,পারেন।(ধীরে বললো) ও আমার সামনে দাড়িয়ে ছিল। ওকে টেনে আমার কাছে বসিয়ে নিলাম। "তোমাকে অনেক মিস করছিলাম,তাই চলে আসলাম!আর ছুটিও নিয়েছি কয়েকদিন। তুমি খুশি তো?" "নাহ,একদম না!যান ফ্রেশ হয়ে নিন।আর আমাকে ছাড়ুন" বলে তাফা চলে গেলো।ওকে দেখে বুঝতেই পারছিনা যে,খুশিহয়েছে নাকি অখুশি। মেজাজ টা কেনো জানি খারাপ হয়ে গেলো। তার পর আর কি, ফ্রেশ হয়ে আমার রুমের দিকে চললাম। জানিনা তাফা কোথায়! অনেকবার ডাকছিও কিন্তু কোনো সাড়া নেই। আমার রুমে এসে দেখি তাফা গোছাগোছি করছে। কিছু না ভেবেই ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ও কিছুটা চমকে গেছে।আর আমাকে ছড়ানোর চেষ্টা করছে। ___কি হচ্ছে এসব!ছাড়ুন বলছি!(তাফা) ___নাহ, ছাড়বো না!কি করবে করো! ___আপনি এমনিতেই সকালে যেটা করেছেন,সেটার জন্য আপনাকে মাফ করবনা। যদি না ছেড়ে দেন,তাহল...

"এক অপরিচিতা"(পর্ব: ছয়)

লেখক:আসিফ ইকবাল! "আগের পর্ব গুলো আমার টাইমলাইনে বিদ্যমান" পঞ্চম পর্বের পর থেকে..... ___আরে বাহ, আপনি নিজের বউ কেই চিনতে পারছেন না!       এবার তো বলবেন গতকাল আপনি আমাকে বিয়েই করেন              নি। হম,সেটাও বলে ফেলেন না! দেরি কেনো? ওর এতগুলি কথার পর বুঝতে পারলাম,এটাই আমার অপরিচিতা,কিন্তু ও আজকে নিকাব পড়েনি। হিজাব পড়েছে। তাই চিনতে পারিনি। মুখ দিয়ে কিছু বের হচ্ছেনা। শুধু ওর দিকে তাকিয়ে আছি। আমার বউটা অনেক কিউট। সকাল বেলা যে আমার জন্য এরকম একটা সারপ্রাইজ আছে সেটা ভাবিনি!      ____কি!আপনি কি এভাবেই তাইকে থাকবেন? নাকি উঠেবেন। জলদি উঠে ফ্রেশ হোন।(তাফা) ____তুমি আজকে নিকাব পরোনি যে! ____আপনি তো আমার বর!আপনার সামনে নিকাব পড়তে হবে কেনো?(তাফা) বলে.....একটা হাসি দিয়ে চলে গেলো। এই প্রথম ওর হাসি দেখলাম। আর সেটা আমাকে রীতিমতো পাগল করে দিয়েছে। আর দেরি করলাম না। জলদি বিছানা ছেড়ে ফ্রেশ হতে চললাম। তাফা,,, তাফা! কই তুমি?........ "এইতো কিচেনে,কি হোয়েছে..... তাফা কিচ...

প্রাপ্তি

Written by Fatema সাবিয়া অনেক আগেই তৈরি হয়ে গেছে। কারন আজ পহেলা বৈশাখ উপলক্ষে আজকে সব ফ্রেন্ড রা এক হচ্ছে। যদিও ক্লাস নেই। খুব এক্সাইটেড আজকের দিন নিয়ে। কত প্ল্যানিং করে রেখেছে। ফাস্ট প্ল্যানিং হচ্ছে মেয়েরা লাল শাড়ী আর ছেলেরা পাঞ্জাবী। শাড়ী পড়া শেষ হিজাব টা পরে হিজাবের উপর ছোট একটা টিকলি পড়ে নিলো। ড্রেসিংটেবিল এর সামনে দাঁড়িয়ে আরেকবার নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলো। “হুম পারফেক্ট” মনে মনে বলে একটা মুচকি হাসি দিয়ে পা বাড়ালো ঘরের বাইরে। ঘর থেকে বের হওয়ার পর পর ই সাবিয়ার মা সাবিনা বেগম সামনে এসে দাঁড়ায়। সাবিয়া কে বলে, আজকে আর কলেজ যেতে হবে না। রাস্তায় এমনিতেই অনেক জ্যাম। সাবিয়া বলল, মা তুমি এখন এ কথা কেন বলছো। আমি তোমাকে গতকাল ই জানিয়েছি যে আজ কলেজে যাব। এমন বের হওয়ার সময় তুমি এসে বাধা দিচ্ছো। সাবিনা বেগম বলল, এত হিসেব নিকেশ করে কথা বলতে পারবো না। যেতে না করেছি যাবি না। আর এমনিতেও তোর ফুফুরা স্বপরিবারে আসবে। কত বছর যাবত ওরা আসে না। তাই বলছি যেতে হবে না আজ। শাড়ী খোলার দরকার নেই, শুধু হিজাব টা খুলে রাখিস। বাসায় তো আর হিজাবের দরকার নেই। যা রুমে যা। সাবিয়া মাথা...

Devil_Husband(End)

Written by Fatema . . . -- পারবো না........ -- পড়তে হবে... -- পারবো না.... -- কি বললে আরেকবার বলো.... -- পারবো....... না বলার সুযোগ হয় নি তার আগেই  হুম ডেভিল তার ওয়াইফ কে কিসি দিয়েছে। খুব টনছিল যে ভেজা ঠোট জোড়া........... সাবিয়ার চোখ চড়কগাছ হয়ে গেছে। ভাবতেই পারেনি যে হঠাৎ এমন ঘটনা ঘটে যাবে। কয়েকবার অনেক ধাক্কাধাক্কি ও করেছে। কিন্তু লাভ হয় নি। এমন বডি বিল্ডারের সাথে কি পারা যায়। আস্ত জলহস্তী। মিনিট খানেক পর এমনিতেই ছেড়ে দিল। -- জান পাখি, বেশি ছটফট করবেনা কেমন। যাও ফাস্ট ফাস্ট এখন থেকে বের হয়ে আসো, নয়তো ঠান্ডা লেগে যাবে। -- ( হুহহ আদিখ্যেতা  গণ্ডার একটা। এমনভাবে কেও ইয়ে করে। ডেভিল, বান্দর, হনুমান, জলহস্তী, গণ্ডার সুই সুতা দিয়ে একেবারে তোর ঠোট দুইটা যদি সেলাই করে দিতে পারতাম তাহলে উচিৎ শিক্ষা হতো ) -- শোনো, মনে মনে আমাকে গালাগাল না দিয়ে ফাস্ট কাজ করো। আমি গেলাম। এই বলে আরিয়ান বাথরুম থেকে বের হয়ে গেলো। সাবিয়ার শরীরে কাঁপন ধরে গেছে ঠান্ডায়। তাড়াতাড়ি করে বাথরুম থেকে বের হলো। -- উফফ এত ঠাণ্ডা ক্যারে। সব এই ডেভিল টার জ...

Devil_Husband(part_24)

Written by Fatema . . . টেস্ট করে কি দেখেছো......  -- ইয়ে মানে..... -- চুপপপ...... তাড়াতাড়ি খাবার সার্ভ করো.... . . কাপা কাপা হাতে খাবার বেড়ে দিচ্ছিলাম আর মনে মনে ডেভিল কে বকার সাগরে ভাসাচ্ছিলাম। শালার কপাল আমার, লাইফ টা হেল করে দিলো এই বিল্লু টা  নিজের খাবার কোনদিন নিয়ে খাইনি আর সে কিনা আমাকে দিয়ে কামলা খাটাইতেছে হুহহহ  ইচ্ছে করছে গলা টা টিপে দেই  . . -- কি হয়েছে, গ্লাসে পানি দাও নি কেনো। ভাবছিলে কি হুম গলায় খাবার আটকিয়ে মারবে নাকি। -- আপনি এভাবে কেনো দিচ্ছেন। আগে আমি এইসব করেছি নাকি যে কিভাবে কি করতে হয় জানবো ।  -- এটা তো একটা দুধের শিশুও জানে। যাইহোক আজকের পর যেন আর বলতে না হয়। খাবার দেয়ার আগে পানি সামনে রেডি রাখবে। -- হুহহ -- হুহহ কি হ্যা..... আরো দু চারটা থাপ্পড় কি খাইতে হবে তোমার। -- (মেজাজ টা এত খারাপ হচ্ছে কি আর বলবো। আমার বাসায় বসে আমাকেই হুকুম জাড়ি করে। বদমাইশ ডেভিল আরিয়ান ভাগে পাই একবার তোমাকে,তখন বুঝবে এই সাবিয়া কি জিনিস। বাই দ্যা রাস্তা ডেভিল করে টা কি আজ পর্যন্ত সেটাই জানতে পারলাম না...

Devil_Husband(part_23)

Written by Fatema কে শোনে কার কথা। এভাবেই গাড়িয়ে বসালো। বসানোর পরেই দিলো এক বিশাল ধমক। আমি আর যাই কই অবস্থা বেগতিক  চুপ করে বসে আছি। আত্মা টা শুধু ধুকপুক করে যাচ্ছে। আরেকটু জোড়ে ধমক দিলে হয়তো ভেতর থেকে বের ই হয়ে যেতো -- একি আপনি এত জোড়ে গাড়ি চালাচ্ছেন কেনো  -- (দাতে দাত চেপে) বেশি কথা বলবে তো একেবারে খাদে ফেলে দিয়ে আসবো --  ( ইয়া মাবুদ আজকে আমায় তুমি বাঁচিয়ে নাও। এ তুমি কার গলায় আমায় ঝুলিয়ে দিলে যে কিনা ডিরেক্ট মার্ডার করার হুমকি দেয়) মনে হচ্ছে হাওয়ায় উড়ছি। আরে ধুর মরিনাই  গাড়ির স্পীড অনেক তাই বললাম হঠাৎ গাড়ি থামালো। আরে এতটা তো ওর বাসা না তাহলে....... একি এটাতো আমার বাসা। এখানে নিয়ে আসলো কেনো। খুন টুন করে রেখে যাবে নাকি  ইয়া আল্লাহ বাচাও..... আমি আর জীবনেও এমন করবো না  গাড়ি থেকে টেনে বের করলো। কিছুই বললাম না। যথা সম্ভব চুপ থাকার চেষ্টা করছি। গেটের কাছে গিয়ে দাত কটমটিয়ে বলল, -- ফাস্ট লক খুলো  -- কিন্তু আপনি এখানে........ “ঠাসসসসসসসসস”✋ হাতের পাঁচ টা আঙুল বসে গেলো আমার বাম গালে।...

Devil_Husband(part_22)

Written by Fatema . . . চোখে ঘুম হাওয়ায় উড়ে গেলো। অনেক অনেক ফানুশ। আস্তে করে সে কানের কাছে ফিসফিস করে বললো "এটা আমাদের বিয়ে উপলক্ষে ছোট্ট একটা উপহার। শুধু তোমার জন্য From ur so called #Devil_Husband  কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। অনুভব করছি হাতের তালু প্রচুর ঘামছে। বাট এটা কেন হচ্ছে বুঝে পাচ্ছি না। এখনো আকাশ পানে তাকিয়ে আছি। আরিয়ান সেই কখন থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখছি কিন্তু তাকাচ্ছি না। রেলিং এর উপর আমার দুহাত রেখে দাঁড়িয়ে আছি। আরিয়ান আমার ডান হাত টেনে নিয়ে নিজের বাম হাতে নিয়ে নিল। -- আচ্ছা সাবিয়া একটা কথা বলি -- (কি বলবো ভেবে পাইনা। "সাবিয়া" নাম ধরে তখন ই ডাকে যখন সে কোনো সিরিয়াস কথা বলতে চায়। কিন্তু এখন কি বলতে চাচ্ছে।শুধু তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি) -- আচ্ছা থাক বলতে হবে না। আচ্ছা তুমি এইটা শুধু বলো, তোমার হাত এমন ঘামছে কেনো। তুমি কি কোনো কারনে নার্ভাস ফিল করছো। -- তা হবে কেনো এমনিতেই। আমার এমন হয় ই। -- ওওও তাইইই এই বলে পেছন থেকে জড়িয়ে ধরলো। ডান কাধের উপর তার থুতনি টা রেখে একটা জোড়ে নিঃশ্বাস ফেললো। -- আমার বউটা ক...