সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Devil_Husband(part_21)

Written by Fatema . . . . ফ্রেস হয়ে বের হয়ে দেখি টি টেবিলের উপর খাবার রেখে সে সোফায় হেলান দিয়ে বসে আছে। চুল মুছতে মুছতে বের হলাম। হঠাৎ ই............ আরে ধুর কিছু হয়নি, কি জানি একটা শয়তানি বুদ্ধি মনে পরেছিল আবার ভুলে খেয়ে ফেলেছি। আড় চোখে দেখেছিলাম কিভাবে যেন তাকিয়ে দেখছে আর এক গালের সেই টেডি স্মাইল দিচ্ছে। কি যে ভাবে কে জানে। এগিয়ে গিয়ে টাওয়াল টা চেয়ারে মেলে দিচ্ছি আর পিছনে শুনলাম কার সাথে জানি ফোনে কথা বললো। "হুম কাজ কি কমপ্লিট। Ok fine. Stay here. " কার সাথে কথা বললো। কোনো মেয়ে নাতো। থাকুক মেয়ে তাতে আমার কি। এমন চকলেট বয়ের তো এমন থাকতেই পারে। ভাবতে ভাবতে গিয়ে বেডে বসে পড়লাম। -- কিগো সোনা পাখি ওখানে বসলে কেনো। খাবে এসো এখানে। -- খাবো না আমি ঘুমাবো। -- ভালো ভাবে বলছি খেতে চলে আসো। -- হুহহ কে শুনছে আপনার কথা। পারেন তো খালি চর - থাপ্পড় মারতে। খাবো না আমি এটাই ফাইনাল। আরিয়ান এগিয়ে এসে সাবিয়ার সামনে হাটু গেড়ে বসে সাবিয়ার দু হাত নিজের মুঠোই নিয়ে, -- দেখো তখনকার পরিস্থিতি আলাদা ছিল। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আর জন্য সরি। তুমি কি এখনো আমার ...

Devil_Husband(part_20)

Written by Fatema . . . আমি আগে যেই রুমে থাকতাম সেই রুমেই চলে গেলাম। যা রাগ হচ্ছিল। এটা কেমন ব্যাবহার। নিজের বাবা মার হাতেই যেখানে ভুলেও চর থাপ্পড় খাইনি আর সেখানে কিনা দুদিন পরিচয় এর ডেভিল আমাকে গালে থাপ্পড় বসিয়ে দিলো। নিজেকে কি ভাবে হ্যা,প্রেসিডেন্ট  থাকবো না আমি এখানে। একটু সুযোগ পাই বের হয়ে যাবো এই বাসা থেকে হুহহহ। একটু পরে রিমি আপু আরো কয়েকজন মেয়ে রুমে ঢুকলো। হাতে অনেক কিছু। -- কি ব্যাপার তোমরা সবাই এখানে কেনো। -- আরে টুকটুকি (আদর করে টুকটুকি ডাকে) বউভাত আজকে, সাজতে হবে না নাকি।  -- আমি এমনিতেই ঠিক আছি -- তা বললে তো আর শুনছিনা। চলো উঠো শাড়ি পড়াবে। -- ভালো লাগছে না আপু। প্লিজ আমায় ছেড়ে দাও। তুমিওই সাজো।  -- এমন করে না টুকটুকি। Come baby...... --  -- আমার কথা কি শুনবে না। ওকে ফাইন আমি চলে যাচ্ছি। -- আরে কই যাও -- কই আর যাবো, চলে যাবো। -- আরে বসো তো। বেশি বেশি বুঝো শুধু। আচ্ছা ঠিক আছে সাজবো। আগে তুমি সাজো পরে আমি সাজবো। -- তা হচ্ছে না ডেভিল কুইন  সাজলে দুইজন এক সাথেই সাজবো হুম। -- আচ্ছা ঠিক আছে বড় কর্তৃ ...

Devil_Husband(part_19)

Written by Fatema . . . আজকে বউ ভাতের অনুষ্ঠান। কি থেকে কি হয়ে গেলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে ।  ইচ্ছা করছে কতগুলো ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে থাকি। হালকা খাবার খেয়ে এগিয়ে গেলাম আব্বু - আম্মুর রুমের দিকে। দেখি তারা বসে কি জানি কথা বলছে। -- আব্বু আসবো -- আরে প্রিন্সেস আসো না, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি। সোজা গিয়ে আব্বু - আম্মুর মাঝে বসে পড়লাম। -- প্রিন্সেসের কি মন খারাপ ? --  -- কি হলো বলো নারে আম্মু -- এটা কেনো করলে আব্বু -- কি হয়েছে আমার প্রাণ ভোমরার ? -- আরিয়ান এর সাথে আমার বিয়েটা দিয়েই দিলে। আগে থেকেই জানতে তাই না যে আরিয়ান এমন করবে।  -- দেখ মা ওতো খারাপ ছেলে না। সব জানি ওর সম্পর্কে। খুব ভালো ছেলে ও। জানতাম আগে থেকেই শুধু সিওর হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আমরা কেও ই চাই নি যে এভাবে বিয়ে টা হয়ে যাক। তোমার অনার্সের ফাইনাল এক্সাম শেষ হলে পরে বিয়ের ব্যাপার টা এগোতে চাইছিলাম। দেখ মা আমরা চাইনা কখনওই তোর খারাপ হোক। -- ডেভিল টা তো আমার লাইফটাকে প্যারাময় করে দিলো (আস্তে করে) -- শোন আম্মু, তোমার রেহানা আন্টির সাথে তোমার আগে কথা হয়...

Devil_Husband(part_18)

Written by Fatema . . . আমি আর সাজলাম ই না। ড্রেসিংটেবিল এর সামনে থেকে উঠে চলে গেলাম বারান্দায়। আমি যে রুমে ছিলাম তার থেকে এই রুমের বারান্দাটা আরো বেশি সুন্দর। সবে মাত্র সূর্যোদয় হচ্ছে। এই সময় টা আমার খুব ভালো লাগে। হালকা হালকা শীতের আমেজ আর হালকা রোদের আলো সেইই একটা অনুভূতি।  বজ্জাত সাদা হনুমান, লেজকাটা টিকটিকি, খবিশ মার্কা ডেভিল, চাশমিশ বান্দর..... না থুড়ি সে তো চশমা পড়েনা তাহলে চাশমিশ বলা যাবে না। ধুররর ভাল্লাগেনা.... আমার লাইফে যেদিন থেকে আসছে সেদিন থেকেই আমার কপালে কচু থুক্কু কি বলি কচু হবে কেন, একটা বড় বাশ। কিভাবে কি করে বিয়ে করে ফেললো। আব্বু আম্মুকেও convenes করে ফেলছে ধুরর.......... মাঝে মাঝে ইচ্ছে করে কাচ্চা চাবাই খাই। নাহ কাচা খেলে পেট খারাপ হবে। একে টিক্কা কাবাব বানিয়ে খাওয়া উচিৎ। (রেসিপি কেও জানলে একটু বলে দিয়েন ) হালকা বাতাসে শরীর কাটা দিচ্ছে। বাপরে এত ভোরে কেও গোসল করে। কিভাবে আমাকে চুবানি দিলো  সুযোগ আসুক আমিও ছাড়বো না। কোন একসময়ের ক্রাশ এখন বর্তমানের বাঁশ।  আইডিয়া, বাহির থেকে বাথরুমের ডোর লক করে দিবো। হিহিহিহি...প...

Devil_Husband(part_17)

Written by Fatema . . . কিছুক্ষন পরেই Devil is entry in the bad of roses......... এসে ভালো করে দরজা লক করছে। ততক্ষন এ আমি শুয়ে পড়েছি। এক চোখ একটু তাকিয়ে দেখলাম ডেভিল টা কে। . . হাতে কি যেন একটা। একবার আমার দিকে তাকিয়ে একগালে একটা হাসি দিয়ে ড্রেসিংটেবিল এ হাতের ওই জিনিস টা রেখে ওয়াশরুমে চলে গেলো। ধুর আমার কি আমি আরো ভালো ভাবে শুয়ে পড়লাম। অনেক ঘুম পেয়েছে। কিন্তু একি আমার তো ঘুম আসছে না। উফফফ আল্লাহু চোখে একটু ঘুম দাও। নয়তো এই বজ্জাত লেজ কাটা টিকটিকি আরিয়ান কখন এসে আবার কোনো নতুন কাহিনী শুরু করবে। বলতে না বলতেই এসে হাজির। আমাকে ডাকছে, ঘুম থেকে উঠার জন্য। আমি আর কিভাবে উঠবো, ঘুমাই ই নেই যেখানে। জাগন্ত মানুষ কে জাগানো যায় নাকি। হঠাৎ করে লাফিয়ে উঠলাম। না উঠে কি উপায় আছে। খবিশ মার্কা ডেভিল কিভাবে অত্যাচার করবে মাথায় শুধু এগুলোই ঘুরে । এত ডাকার পর উঠছিলাম দেখে গায়ে পানি ঢেলে দিলো। -- এটা করলেন কি আপনি -- আরেব্বাস ঘুমাও নি তো দেখি। ঘুমালে ভয়েস টা এমন ক্লিয়ার শুনাতো না। এত ডাকছিল উঠলে না। ইসসস পানিতে কি ভেজা টাই না ভিজেছো। এক ডাকে উঠে পড়লে কি আর এমন হতো বল...

Devil_Husband(part_16)

Written by Fatema . . . রুমের দরজা লক করে আমার দিকে তেড়ে আসলো। -- কি বলছিলে জানি.....? ও হ্যা আমার দেওয়া শাড়ি পড়বে না। ওকে তোমায় পড়তে হবে না। . . যখন বললো পড়তে হবে না তখন আমি খুশি ই হয়ে গেছিলাম। তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ ই বলে উঠলো "তুমি পড়বে না তো কি হয়েছে, আমি পড়িয়ে দেবো। " আমার মাথায় যেন টাং করে বারি লাগলো। ইয়ে মানে কেও বারি দেয় নি তার কথা শুনে এমন লাগলো আর কি। নাহ এখানে দাঁড়ালে হয়তো এমন ই করবে। তখন ও উলটো দিকে ফিরে ছিল। তাই চুপি চুপি বের হচ্ছিলাম। অমনি ই হাত ধরে দিলো টান। একদম তার কাছে। এক হাত দিয়ে আমার হাত ধরেছে আরেক হাত কোমরে। রোজ রোজ এত শকড কিভাবে সামলাই। -- পালাচ্ছো কোথায় -- ক..ক...কোথায় পালাবো। সবাই রেডি হচ্ছে বের হবে কনের বাড়ি যাবে। প্লিজ ছাড়ুন আমায়। -- ছাড়ার জন্য ধরেছি নাকি। -- ত..তো ধরেছেন কেনো -- শাড়ি পড়াবো বলে -- কিইইইই ইম্পসিবল..... it's never ever impossible........ -- তুমি বললেই তো হবে না মহারাণী। আমি যা বলবো সেটাই হবে। -- ছাড়ুন বলছি আমায়। সবসময় এমন করেন কেনো বলুন তো। এত কিসের অধিকার খাটান। কে...

Devil_Husband(part_15)

Written by Fatema . . . . ধমক খেয়ে মাথা নিচু করে চুপ হয়ে আছি। জানি এখন পুরাই হট টেম্পারেচার হয়ে আছে। কিছু বললে ঝাটকা লাগতে পারে।  কি জানি কি ভেবে নিজের হাত দেওয়ালে একটা ঘুসি দিয়ে দরজা খুলে বের হয়ে গেলো।  ধুর ভাল্লাগে না। প্রতিদিন নতুন নতুন কাহিনী। উফফফ কবে যে বের হবো এখান থেকে৷  ডিসিশন ফাইনাল বিয়ে শেষ হলেই আমি ফুড়ুৎ  কোনরকম এ দিন কভার হয়ে গেলো। গা এলিয়ে দিলাম বিছানায়। . . . কেটে গেলো অনেক মাস। প্রেমে পড়ে গেছি ডেভিল এর। দুজন দুজনা কে অনেক ভালবাসি। কিভাবে কি হয়ে গেলো। ছাদে দাঁড়িয়ে ভাবছি আর অমনি আমার ডেভিল এর কল আসলো।  রিসিভ করলাম,কথা বললাম, রেখে দিলাম  আরে বলছি বলছি একটু সবুর করেন। কথা হলো এই যে, আরিয়ান আর তার কিছু ফ্রেন্ড রা মিলে কক্সবাজার ট্যুর এ যাবে সাথে আমাকেও। আমি না করলেও শুনবে না৷ একটু পরেই বের হবে।  উফফ আমার যা ভাল লাগছেনা বলে বোঝাতে পারবো না৷  পৌছাতে পৌছাতে অনেক রাত হয়ে গেলো। ম্যানেজার এর কাছ থেকে আরিয়ান দুটো রুমের চাবি নিলো। একটা তে আমি একা আর ওরা সব ফ্রেন্ড একসাথে একটা।  ফ্রেন্ড...