টিভি থেকে কাচ জাতীয় কিছু একটা ভাঙার শব্দ শুনতে পেল মায়া। ভিষণ ইচ্ছে করছে চোখ খুলে দেখতে। কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে আরো শক্ত করে চোখ বুজে দুহাতে চোখ ঢাকলো মায়া। কয়েক সেকেন্ড পরেই রাহাতের কণ্ঠস্বর শুনতে পেল ভিডিওতে। -তুমি এভাবে এই ড্রেসআপে কেন এসেছ!! এই মেয়ে? জুলি তোমাকে বলে নি আমি জাস্ট তোমাকে কয়টা প্রশ্ন করব?? -আজব লোক তো মাইরি!! আমার কাজ টাকা নিয়ে বড়লোকদের রাত রঙিন করে দেয়া। এতো প্রশ্নের জবাব দিতে যাবো কেন!? -মানে!! চুপ থাকো। সেদিন কি কি হয়েছিল সেটা বলো আমাকে। -কি ক্যাঁচালে পড়লাম রে বাপ! কোনদিনের কথা বলছেন বলুন তো! আপনার এই বিশাল বাংলোয় আজই তো আসলাম!! -আমাকে তুমি চিনো না? তুমি সিউর আজকের আগে আমাকে দেখো নি কখনো!! -কি প্যাঁচাল!! বললাম তো!! আর কাস্টমারদের চেহারা ভুলে না এই বিজলি। -কিন্তু জুলি যে বললো তুমি সেদিন আমার সাথে ছিলে!! -আরে মাইরি!! আমি কি বলি আর সে কি বলে!! জুলি ফুলি চিনি না। আসো শুরু করি। হাতে সময় নেই আমার। যেতে হবে।। -জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। -ওকে। টাকা দাও। চলে যাই। অপমান করার কি আছে!? কথাগুলো শুনেই মায়া চোখের উপর থেকে হাত সরালো। টিভি স্ক্রিনের ...
গল্পকথা
Assalamualaikum, welcome to galpokotha. Love story and more! For you!