সজিব ভাইয়া একটু শুনে যাবেন? রীমতি, কাচুমাচু হয়ে গ্রুপ আড্ডা থেকে ডাক দিল সজিবকে। -হুম বল রীমতি। -ভাইয়া সাগর কোথায়? ওকে কিছুদিন হলো ক্যাম্পাসে দেখছিনা যে? -আজ হঠাৎ ঐ ননসেন্স এর কথা তোমার মনে হল যে? ভাইয়া সেদিনের ব্যাপারে সত্যি-ই আমি দুঃখিত… -ও আছে ভালোই আছে! কিছু বলতে হবে? -ওকে সরি বলবেন প্লিজ… -হুম বলব, আর কিছু? -আর…না আর কিছু না। কথা শেষে রীমতি ওর ডিপার্টমেন্টে চলে গেল। গত ৫দিন ধরে রীমতি সাগরের জন্যে অপেক্ষা করছে অথচ সাগরের দেখা মিলছেই না ।রীমতির কেন জানি মনে হচ্ছে ,যেন রীমতির আকাশটা মেঘে ঢাকা আর সাগর সেই আলোক ছটা, সত্যিকারের দিনের সূর্য কিন্তু সেই সূর্যের দেখা কেবল সাগরকে পেলেই আসবে।রীমতি কি তাহলে সাগরের মায়াজালে পরেই গেল? কিন্তু কেন! কিছুদিন আগেও তো সাগরের নামটা শুনলে রীমতির মাথা ভন ভন করত রাগে! মাথার রগ ফুলে যেত তবে ৫ দিন আগের সন্ধ্যাটা সব উলট পালট করে দিল। এখন শুধু সাগর আর সাগর এই নামটাই মাথার চারপাশে ঘুর ঘুর করছে। ৫ দিন আগের দিনটা এমন ছিল.… বিকেলে ভার্সিটির ক্যান্টিনে রীমতি আর তার বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সাগর এসে হাজির, মনে হচ্ছে দৌড়াতে দ...
Assalamualaikum, welcome to galpokotha. Love story and more! For you!