সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সে ছিলো

  ওই তুমি আমার কথা মনে করছিলে,তাই না? ওই পাগল,ডিষ্টার্ব করিসনাতো!আমার অনেক কাজ। - ও তাই!কি কাজ একটু আমিও শুনি? : তোমারে বলা যাবেনা। - কেনো!থাবরা দিয়ে দাঁত ভেঙ্গে ফেলবো!বলো কি কর...

কোন এক বসন্তের প্রাণবন্ত সকাল

এক বসন্তের প্রাণবন্ত সকাল। অনির্দিষ্টের মতো ছেলেটা একটা শপিং কমপ্লেক্সের ভিতর এদিক-সেদিক ঘোরাঘুরি করতে থাকে। একসময় তার চোখ পড়ে যায় একটা CD-স্টোরের কাউন্টারে দাঁড়ানো খুব সুন্দর একটা মেয়ের দিকে। মেয়ের হাসিটা ছিল অপূর্ব রকমের সুন্দর , ছেলেটা প্রথম দেখায় মেয়েটার প্রেমে পড়ে যায়। এটাই মনে হয়, Love At First Sight. ছেলেটা সামনে এগিয়ে একটা CD নিয়ে মেয়েটার দিকে বাড়িয়ে দেয়। ছেলেটা: "আমি এই CD-টা কিনতে চাচ্ছিলাম।" মেয়েটা: (হাসিমুখে) "তুমি চাইলে আমি এটা তোমার জন্য সুন্দর দেখে একটা প্যাকেটে Wrapping করে দিতে পারি।" ছেলেটা মাথা নিচু করে সম্মতি জানায়। মেয়েটা কিছুক্ষনের মধ্যে শপ-এর ভিতর থেকে CD-টা Wrapping করে নিয়ে আসে। ছেলেটা CD-টা নিয়ে বাসায় চলে যায়। এরপর থেকে ছেলেটা প্রতিদিন CD-শপে এসে একটা করে CD কিনতে থাকে। মেয়েটা আগের মতোই তা Wrapping করে দেয়। ছেলেটা Wrapping করা CD নিয়ে গিয়ে বাসায় তার সেল্ফ-এ রেখে দেয়। ছেলেটা অনেক চেষ্টা করে মেয়েটাকে তার ভালোলাগার কথা বলার, কিন্তু তা বলতে পারে না। ছেলেটার মা একসময় বিষয়টা জানতে পারে। তখন তিনি তার ছ...

হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে

 অনেকক্ষণ ধরে ল্যাপটপের কীবোর্ডে আঙ্গুল নাচাচ্ছে আনিকা। চোখ স্থির হয়ে আছে একটা নামের উপর, শোভন আহমেদ। অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তার নামের পাশেরসবুজ বাতিটা জ্বলে ...

রাইসা 😍

 রাইসা কাঁদছে । যাকে বলে অঝরে কাঁদতে থাকা । কিন্তু তাতে কারো কিছু আসে যায় না । রুমটি বাহির থেকে বন্ধ । ১৬ তে পা দিবে দিবে মেয়েটির ব্যাগে যদি তার মা লাভ লেটার পায় তাহলে এটা করাটাই তো স্বাভাবিক । . কিন্তু টিন এইজের একটা মেয়ের মাথায় এই যুক্তিই বা কেন কাজ করবে ? . পরনে এখনো স্কুল ড্রেস । কেঁদে বালিশ ভিজিয়ে ফেলেছে । আর কিছুক্ষণ পর তার জন্মদিন । সে ঠিক করেছিলো কাল স্কুল পালিয়ে সারাদিন রবির সাথে ঘুরবে । প্রথম ভালবাসার হাত ছুঁবে । . আশাটা অপুর্ণ থাকলো । . খট খট খট খট খট . রাইসা আধবোজা নয়নে তাকালো জানালায় , রবি ! জানালার ওপাশের খোলা বারান্দার , গ্রীল ধরে দাড়িয়ে আছে । অজানা এক ভয়ে দৌড়ে এলো বারান্দায় । . তিনতলায় উঠলে কেমনে ? এত রাতে কেন এসেছো ? জানো বাসায় চিঠিটা পেয়ে গেছে ? . সুসস . রাইসা চুপ হয়ে অবাক দৃষ্টিতে তাকালো . এত প্রশ্ন করছো কেন ? এসেছি এটাই তো বড় কথা । জানতো আজ তোমার জন্মদিন ? . বিস্ময় তার চোখে মুখে , এত দুঃখে সে সবই ভুলে গেছে । . আলতো করে হাত ছুঁলো রাইসার । আবেগে আপ্লুত হয়ে চোখ বুজে ফেলল সে । স্রষ্টাকে শত কোটি ধন্যবাদ একটা মানুষ আর একটা ...

এমন বন্ধুই তো চাই

নীরার সাথে রাজিবের পরিচয় ১ বছরের উপর হল । প্রথমে ফেসবুকে পরিচয় এরপর মোবাইল নাম্বার নেওয়া। এভাবে কথা বলা। ছেলেমেয়ে সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় মেয়েরা একটু লাজুক ...